শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব
মো. এহসানুল হক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৫ সারের শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১ জানুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। সরকার প্রদত্ত নতুন বছরের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ, সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী এবং এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী।
উৎসবে অংশগ্রহণ করেন স্থানীয় অভিভাবক ও অতিথিবৃন্দ। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী পরিদর্শক ও স্কুলের অভিভাবক আবুল হোসেন, ব্যবসায়ী ও অভিভাবক মুহাম্মদ কালু গাজী উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, কাওছার আহমদ সম্রাট, সাইফুল ইসলাম চৌধুরী, মাখন সবর, নেছার আহমেদ ও তাসলিমা আক্তার চৈতি।
পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের শিক্ষাজীবন শুরু করার উচ্ছ্বাস সৃষ্টি করেছে। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির জানান, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
অভিভাবকরা বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, সরকার প্রদত্ত এ কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহী করে তুলছে।
স্কুলের প্রধান শিক্ষক এহসানুল হক আরও জানান, পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আনন্দের সৃষ্টি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন বছরের এ উদ্যোগ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
মন্তব্য করুন