শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

March 27, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে পবিত্র রমজান মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ বৃহস্পতিবার ২৭ মার্চ সকাল ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রের পরিচালক ও স্কুলের প্রধান শিক্ষক মো: এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের কনস্টেবল হুমায়ুন রশিদ রাজু, ছওতুল হেরা নূরানীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী, কিরাত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মাওলানা লাবীব হুমায়দী, হাফেজ কারী উসমান বিন রফিক, হাফেজ কারী সুলতান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও স্কুলের সকল শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও পহেলা রমজান থেকে স্কুল কেন্দ্রে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়ে ২৫ রমজান মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছরও জামাতে আতফাল থেকে খামিস পর্যন্ত পাঠদান চালু ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com