শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বই উৎসব ও নতুন শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন
এহসান বিন মুজাহির॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বই উৎসব ২০২৪ জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে।
সোমবার ১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক,
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা
কাউন্সিলর তানিয়া আক্তার এবং শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী, কালিঘাট রোড বাইতুল আমান জামে মসজিদ ও মাদরাসা কমিটির সভাপতি শাহিন আহমদ। স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী পরিদর্শক, স্কুলের অভিভাবক আবুল হোসেন, ব্যবসায়ী শেখ দিল মুহাম্মদ, রিপন মিয়া প্রমুখস। সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, নিপা আক্তার, তাসলিমা আক্তার চৈতী এবং মুক্তি কানু। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল।
প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠালাভ করে সকল পিইসি, জেএসসি, এসএসসিসহ সকল বোর্ড পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করে।
মন্তব্য করুন