শ্রীমঙ্গল আন্তর্জাতিক নারী দিবস পালিত

March 9, 2017,

সাইফুল ইসলাম॥ ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত।
৮ মার্চ বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং কেয়ার বাংলাদেশের এর এস ডি সি সমষ্টি প্রকল্প যৌথ আয়োজনে মানববন্ধন,র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার এর সভাপতিত্বে ও জলি পালের সঞ্চালনায় শ্রীমঙ্গল বিআরডিবি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেয়ার বাংলাদেশ এর সিলেট রিজিওয়ানাল প্রোগ্রাম ব্যবস্থাপক মো.আব্দুল মালেক খাঁন,এমসিডা নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন, বিআরডিবি কর্মকর্তা লক্ষী রাণী সরকার,বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডে কেয়ার সেন্টারের পরিচালক ইসরাত ফাতেমা,কেয়ার বাংলাদেশ’র প্রতিনিধি মমতা দাস, সমাজ সেবক পারভীন বেগম।
বক্তারা বলেন, নিজের অধিকার সম্পর্কে জানতে হবে এবং নিজের অধিকার আদায় করে নিতে হবে। তাই নারীর ক্ষমতায়নে আমাদের সকলকে ইতিবাচক ভুমিকা পালন করতে হবে। সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে ন্যায়বিচার, নারী ও পুরুষের সমান মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের সকলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। নারীদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে।
মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন মৌলভীবাজার চা জনগোষ্টি আদিবাসী ফ্রন্ট বাংলাদেশ মহিলা পরিষদ শ্রীমঙ্গল শাখা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com