দলীয়শৃঙ্খলা ভঙ্গের কারনে শ্রীমঙ্গল ছাত্রলীগের কমিটির সাংগঠনিকভাবে স্থগিত

July 6, 2017,

সাইফুল ইসলাম॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি সাংগঠনিকভাবে স্থগিত ঘোষনা করা হয়েছে।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি মো: আসাদুজ্জামান রনি ৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৫ জুলাই মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি মো: আসাদুজ্জামান রনি ও  সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির পৃথক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মসুদ আহমেদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও শ্রীমঙ্গল সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাসকে, কেন সংগঠন থেকে স্থায়ী ভাবে বহিস্কার করার জন্য কেন্দ্রীয় কমিটিকে, কেন সুপারিশ করা হবে না তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা ও কলেজ ছাত্রলীগকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত ৪ জুলাই শ্রীমঙ্গল সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন গুরুতর আহত হয় । আহতরা হলেন- মসুদ গ্রুফের ইফতি,ইমন, ছাদিক, মেহরাব ও রাজ গ্রুপের কলেজ সভাপতি সুজাত, স¤্রাট ও নয়ন। এরা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক রাজু গ্রুপের অনুসারী।
জানা যায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের পাশের দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র নিরব বেশ বেশকিছু দিন ধরে সরকারী কলেজে এসে শিক্ষার্থীদের পাঠ দানে ব্যাঘাত সৃষ্টি করছিল। মঙ্গলবার সে কলেজে আসলে তাকে কলেজ থেকে বের করে দেয়া হয়।

এর কিছুক্ষণ পরই এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্য সংঘর্ষ শুরু হয়। এসময় ইফতি নামে এক ছাত্রকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com