শ্রীমঙ্গল উপজেলা তালামীযের ইফতার মাহফিল অনুষ্ঠিত
March 31, 2024,
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কাফের মুশরিকদের বিরুদ্ধে ১৭ রমজান ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরীর এ দিনে সংগঠিত হয়। ঐতিহাসিক এই দিনকে মহান বদর দিবস হিসাবে পালন করা হয়।
সাহাবায়ে কেরাম তাগুতি শক্তির বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ন হয়ে কাফির মুশরিকদের অপশক্তির দম্বকে চূর্ণ করে স্বল্প সংখ্যক সাহাবীদের হাতে ইসলামের বিজয় সূচিত করেন। পৃথিবীর আকাশে উড্ডীন হয় সত্যের কালিমা লা ইলাহা- ইল্লাল্লাহর পতাকা। সেই বদরের চেতনায় উদ্ভাসিত হয় নতুন জাগরনের পৃথিবী।
ইসলামের এ চেতনাদীপ্ত ঐতিহাসিক বদর দিবসকে চেতনায় ধারণ করে বৃহস্পতিবার বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে হবিগনজ রোডস্থ আলীয়া মাদরাসায় আয়োজন করে ইফতার মাহফিল ও আলোচনা সভা।
উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম সালেহ’র সভাপতিত্বে ও নাজমুল ইসলামের পরিচালনায় পবিত্র কোনআন তেলওয়াত করেন নাজির আহমদ শামিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ জলিল।
অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহ উপজেলা সভাপতি মুজিবুর রহমান আল মাদানী, আল ইসলাহ যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমিন, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান, ইকরামুল মুসলিমিনের সভাপতি এম এ রহিম নোমানী, শিক্ষক মহসিন আলী, কেন্দ্রীয় তালামীদের সদস্য আব্দুল মোহাইমিন ফাহাদ, পূন্যভূমি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসিম। উপস্থিত ছিলেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাহবুব আহমদ সালেহ, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. নাসির উদ্দিন, সমাজ সেবক শের আলী চৌধুরী হেলাল, সোনা মিয়া রোড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ ইসলামপুরী,প্রভাষক মইনুল ইসলাম জাকির, জেলা তালামীযের সহ-সভাপতি আবুল কাশেম, মাদ্রাসা শাখার সভাপতি মীর ফয়সাল আহমেদ, পৌর শাখার সভাপতি শায়ন আহমদ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, মাদ্রাসা সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম’সহ প্রমূখ। ইফতার পূর্ব মোনাজাত করেন অধ্যক্ষ হাফিজ মাহবুব আহমদ সালেহ্।
মন্তব্য করুন