শ্রীমঙ্গল ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা

June 19, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গল উপজেলা ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্দ্যোগে থানা ভবন প্রাঙ্গনে ১৯ জুন  সোমবার দুপুরে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূলে ওপেন হাইজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ বিভাগের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,  অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. আনোয়ারুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার মো. মোবাশশেরুল ইসলাম ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল  প্রমুখ।

সভায় পরামর্শ ও অভিযোগ করে বিভিন্ন ভক্তা বক্তব্য প্রদান করেন তারা হলেন, শ্রী শুশিল শিল, ক্বারি আকলিছ উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান, বদরুল আলম শিপলু, আবু তালেব বাদশা, কাউন্সিলর মীর এম এ সালাম, মোঃ ছাদ উদ্দিন, সাংবাদিক মোঃ মামুন আহম্মেদ, মোঃ শাহাজান মিয়া, মোঃ ময়না মিয়া, মো: ফিরোজ মাস্টার, চেয়ারম্যান শ্রী ভানুলাল রায় ও  বিভিন্ন শ্রণি- পেশার মানুষ উপস্হিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com