শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু।
সকাল ৮ ঘটিকা থেকে দুটি উপজেলায় ভোট গ্রহন শুরু হলেও ভোটারদের উপস্থিতি তেমন ছিলনা। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শ্রীমঙ্গল উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় (কাপ-পিরিচ)। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আছকির মিয়া (মোটর সাইকেল)। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা (আনারস)।
এ উপজেলায় ৮৭টি কেন্দ্রে ও ৫২২টি কক্ষে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১ জন।
অপরদিকে কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান (আনারস), কৃষি মন্ত্রী উপাধক্ষ্য আব্দুস শহীদ এর ছোট ভাই মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু (ঘোড়া)।
এ উপজেলায় মোট ভোটার ২লক্ষ ১১ হাজার ৮৪৮ জন ভোটার।
এদিকে নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও এবার বাগানে নেই সাধারণ ছুটি। ফলে চা বাগানের চা শ্রমিক ভোটাররা পড়েছেন বিপাকে।
মন্তব্য করুন