শ্রীমঙ্গল চা বাগানে সাপ ধরার অপরাধে তিন সাপুড়ে আটক
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির পুটিয়াছড়া চা বাগানে বিষধর সাপ দাঁড়াশ,রাজগোখরা (কিংকোবরা),দুধরাজ সাপ ধরার অপরাধে তিন সাপুড়েকে সাপসহ আটক করেছে বনবিভাগ।
১৯ মে শুক্রবার বিকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এতথ্য নিশ্চিত করেন। এর আগের দিন বৃহস্পতিবার বিকালে পুটিয়াছড়া চা বাগানের বিষধর সাপ ১টি দাঁড়াশ,১টি দুধরাজ ও ২টি রাজগোখরা(কিংকোবরা) ধরার অপরাধে সাপসহ তিন সাপুড়কে আটক করা হয়।
আটককৃতরা হলেন,সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সোনাপুর গ্রামের মৃত তবারক আলীর ছেলে আনোয়ার মিয়া (২১) ও নজরুল ইসলাম (২৮), একই এলাকার ইমান আলী ছেলে রুবেল (২২) ।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিভাগীয় কার্যালয়ের ফরেষ্টার মো.রেজাউল করিম বলেন, আজ শুক্রবার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউপি সদস্য লিমন মিযার জিম্মায় মুচলেকা নিয়ে তিন সাপুড়েকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন,উদ্ধারকৃত বিষধর সাপগুলো লাউয়াছড়া রেউকিউ সেন্টারে রাখা হয়েছে। যেকোন সময় বনে অবমুক্ত করা হবে।
মন্তব্য করুন