শ্রীমঙ্গল থানার পক্ষ থেকে পৌরশহর ও শহরতলীর বাসা-বাড়ীর ভাড়াটিয়াদের তথ্য জানানোর অনুরোধ

July 31, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ হতে শ্রীমঙ্গল পৌরশহর ও শহরতলীর বাসা-বাড়ীতে বসবাসরত ভাড়াটিয়াদের তথ্য জানাতে বাসা-বাড়ীর মালিকদের প্রতি আহবান জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মাহবুবুর রহমান।
৩১ জুলাই রবিবার শ্রীমঙ্গল থানার ফেইসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোষ্টেটের মাধ্যমে এ শ্রীমঙ্গল থানা কর্তৃপক্ষ এ অনুরোধ জানান। ওই পোষ্টে বাসা মালিকদের উদ্দেশ্যে বলা হয়,বাড়ী ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়াদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ পূর্বক জাতীয় পরিচয় পত্র এবং স্থায়ী ঠিকানার সঠিক কাগজপত্র সংগ্রহ করে বাড়ী ভাড়া দিতে। আর এসব ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ০১কপি ছবি সহ আনুসাঙ্গিক কাগজপত্র শ্রীমঙ্গল থানায় শিগগির জমা দিতে ব্যতয় ঘটলে এবং ভাড়াটিয়াগনের সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুঁশিয়ারী দেওয়া হয়।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ইতিমধ্যেই আমরা পুলিশের পক্ষ থেকে বাসা-বাড়ীর মালিকদের কাছে থানা থেকে নির্ধারিত তথ্য ফরম বিলি করা হয়েছে।
তিনি আরো জানান,এর মধ্যে বেশ কিছু এলাকার ভাড়াটিয়াদের তথ্য পূরণপূর্বক থানায় জমা দেওয়া হয়েছে। আমরা অনতিবিলম্বে এই নির্ধারিত ফরমটি পূরণ করে দেবার জন্য বাসা মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য সম্প্রতি দেশব্যাপী বেশকয়েকটি জঙ্গী হামলার ঘটনার প্রেক্ষিতে ও শ্রীমঙ্গল উপজেলা আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে এ ধরণের উদ্যোগ নেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com