শ্রীমঙ্গল থানায় পুলিশের এক এসআই ও তিন এএসআইকে স্ট্যান্ড রিলিজ
সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় এক এসআই ও তিন এএসআইকে সিলেটের সুনামগঞ্জ জেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ২৯ মে সোমবার রাতে সিলেট পুলিশের ডিআইজির কার্যালয় থেকে এক নির্দেশে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক রুবেনা বেগম বুধবার বিকেলে জানান, মোঃ মারফত আলী (আরও১) রির্জাভ অফিস মৌলভীবাজার পুলিশ লাইন্স, স্বারক নং-২৪৮৮/আরও১,তারিখ ২৯.০৫.২০১৭ ইং তারিখের এক আদেশে থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান ও এএসআই আবু সাঈদ, মোঃ মনির হোসেন, আব্দুল হাইকে সিলেটের সুনামগঞ্জ জেলায় বদলী করা হয়েছে। তিনি আরও জানান, আদেশ পাওয়ার সাথে সাথে ওই দিন রাত সাড়ে ১০ ঘটিকায় ৪ পুলিশ সিসি নিয়ে থানা ত্যাগ করেন। মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
মৌলভীবাজার রির্জাভ পুলিশ লাইন্স আরও১ মোঃ মারফত আলী বলেন, ডিআইজি স্যারের নির্দেশে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তবে কি কারণে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এ বিষয়টি তার জানা নেই।
এদিকে এক অনুসন্ধানে জানা গেছে, শ্রীমঙ্গল থানার এসআই সৈয়দ মাহবুবুর রহমান ও এএসআই আবু সাঈদ, মোঃ মনির হোসেন, আব্দুল হাই থানায় কর্মরতকালীর সময়ে আটক বাণিজ্য, ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে মাসোহারা আদায় অভিযোগ থাকায় তাদেরকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা থেকে সুনামগঞ্জ জেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়। তাদের স্ট্যান্ড রিলিজের কারণে ভুক্তভোগিমহল স্বস্তি প্রকাশ করছেন।
মন্তব্য করুন