শ্রীমঙ্গল দারুল আজহার ইনস্টিটিউটের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

May 14, 2017,

এহসান বিন মুজাহির॥ ইসলাম ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীমঙ্গল দারুল আজহার ইনস্টিটিউটের ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষ্যে রবিবার ১৪ মে সকাল দশটায়, ডিএআই মিলনায়তনেএক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারুল আজহার শ্রীমঙ্গল ইনস্টিটিউটের প্রিন্সিপাল সোহাইল আহমদের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল-কলামিস্ট এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন-দারুল আজহার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আলহাজ খলিলুর রহমািন শেরওয়ান, ডিএই-এর ভাইস চেয়ারম্যান মাওলানা এমএ রহিম নোমানী প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা করেন-শ্রীমঙ্গল বর্ডার গার্ড জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা ইউনুস আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করে এপ্লাস প্রাপ্ত ও মেধাস্থান অধিকারী শির্ক্ষাীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএআই শ্রীমঙ্গলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ও অতিথিৃন্দ। অনুষ্ঠানে ডিএই-এর শিক্ষক-শিক্ষিকা, দুই শতাধিক অভিভাবকসহ দারুল আজহার শ্রীমঙ্গল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com