শ্রীমঙ্গল পৌরসভার ৩৯ তম তাফসিরুল কুরআন মহাসম্মেলন সফলের লক্ষ্যে প্রস্ততি সভা
এহসান মুজাহির॥ ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভা মাঠের তিন দিনব্যাপী ৩৯তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন ২০১৭ সফলের লক্ষ্যে সোমবার ২৬ ডিসেম্বর রাত ৮টায় কালিঘাট রোডস্থ, বায়তুল আমান জামে মসজিদে মহাসম্মেলনের ২য় প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। তাফসিরুল কুরআন বাস্তবায়ন (ইন্তেজামিয়া) কমিটির সভাপতি আলহাজ এস এম ইয়াহইয়ার সভাপতিত্বে ও মাওলানা এহসান বিন মুজাহিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আয়েত আলী, মাওলানা আছগর হোসাইন, মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা কাজী শিহাব উদ্দিন, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা মাসুকুর রহমান, মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, মাওলানা আবু মুসা, মাওলানা মাহবুব বাশার, হানিফ মিয়া চৌধুরী, কাজী জয়নাল আবেদীন, মাওলানা ইবরাহিম, হাফেজ আব্দুল মুমিন, হাফেজ শুয়াইব রহমান চৌধুরী, হাফেজ আবু তাহের, মাসুদ রানা প্রমুখ। সভায় পৌরসভার তিন দিনব্যাপী পবিত্র তাফসিরুল কুরআন মাহফিল সুন্দর-সফলের স্বার্থে অর্থ বিভাগ, প্রচার বিভাগ, মেহমান ও খাদ্য বিভাগ এবং হল-ডেকোরেশন ও স্টেজ পরিচালনা বিভাগে প্রবীন ও নবীনদের দায়িত্ব বন্ঠন করে দেয়া হয়।
আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি’১৭, বৃহস্পতি, শুক্র ও শনিবার, শ্রীমঙ্গল পৌরসভা মাঠে শ্রীমঙ্গল পৌরসভার তিন দিনব্যাপী ৩৯ তম তাফসিরুল কুরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী সম্মেলনে তাফসির েেপশ করবেন আল্লামা শায়খ খলিলুর রহমান পীর সাহেব বরুণা, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী, আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া, মুফতি আনোয়ার হোসাইন চিশতী, মাওলানা তাফহিমুল হকসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এবং স্থানীয় ওলামায়ে কেরাম।
এর আগে সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন জামে মসজিদে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাওলানা জামাল উদ্দিন, শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ, ইন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ এসএম ইয়াহইয়া, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা আয়েত আলী, মাওলানা আব্দুর রউপ, মাওলানা আব্দুশ শাকুর মাওলানা আছগর হোসাইন, মাওলানা ফেরদাউস আহমদ, কাউন্সিলর মীর এমএ সালাম, মাওলানা এহসান বিন মুজাহির, মাওলানা মাসুকুর রহমান, মাওলানা আবু মুসা, হানিফ মিয়া চৌধুরী, মাওলানা ইবরাহিম, হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন