শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষা পদক প্রাপ্তদের সম্মাননা প্রদান ও সংবাদপত্র এজেন্টকে সর্ম্বধনা
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ প্রাপ্ত ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র প্রদান করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। একই সঙ্গে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সংবাদপত্র এজেন্ট ইত্যাদির স্বত্বাধিকারী মুজিবুর রহমান রেণু সপরিবারে আমেরিকা গমণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করেছে।
৩০ আগষ্ট মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সহ-সম্পাদক সাহিত্য ও প্রকাশনা ইয়াসিন আরাফাত রবিনের সঞ্চলনায় ও প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন, সম্মানিত অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল, বিশিষ্ট চিকিৎসক প্রাক্তন পরিচালক স্বাস্থ্য বিভাগ সিলেট এর ডা: হরিপদ রায়,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। এ অনুষ্ঠনে অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব সদস্য ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র প্রাপ্তরা হলেন-মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসি রানী পাল, মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন নাজ এবং উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানে শ্রীমঙ্গল প্রেসক্লাব শিক্ষক সমাজকে যে সম্মাননা পদক ও সম্মাননা পত্র প্রদানের মাধ্যমে সত্যিকার অর্থেই প্রশংসনীয় কাজ করেছে বলে উল্লেখ করেন। এয়াড়া সংবর্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূয়শী প্রশংসা কওে অতিথিরা শিক্ষা ব্যবস্থাকে সকল মানুষের দোর গোড়ায় নিয়ে আসতে বিশেষ করে শিশু শিক্ষা বিকাশে আরো কার্যকর ভূমিকা পালনের জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান।
পরে বিদায়ী সাংবাদিক মুজিবুর রহমান রেণুর কর্মময় জীবনের স্মৃতি চারণ করে সহকর্মী সাংবাদিক ও সুধীবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সকলের বক্তবেই তাঁর প্রবাসজীবন সুখকর হোক কামনা করেন। পরে সাংবাদিক মুজিবুর রহমান রেনু শুভেচ্ছা স্মারক ও সম্মাননা পত্র ও উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে সরকারী স্বীকৃতি অর্জনের পদক প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন