শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা
এহসান বিন মুজাহির: শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬)’র তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার ১ জানুয়ারি দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন ২০২৫-২০২৬’র নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি-২০২৫ সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, মনোনয়নপত্র জমাদান ৬ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল ৫টা।
মনোনয়নপত্র প্রত্যাহার ৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে বেলা ২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৮ জানুয়ারি বিকেল ৪টায় এবং ভোটগ্রহণ হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।
আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ২০২৫-২০২৬ গঠন করবেন। প্রসঙ্গত, ১৯৭৬ সালের ২৫ জুন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠালাভ করে।
মন্তব্য করুন