শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা

January 1, 2025,

এহসান বিন মুজাহির: শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬)’র তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার ১ জানুয়ারি দুপুরে প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী কনফারেন্স রুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন ২০২৫-২০২৬’র নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি-২০২৫ সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, মনোনয়নপত্র জমাদান ৬ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল ৫টা।

মনোনয়নপত্র প্রত্যাহার ৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে বেলা ২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৮ জানুয়ারি বিকেল ৪টায় এবং ভোটগ্রহণ হবে ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত।

আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ২০২৫-২০২৬ গঠন করবেন। প্রসঙ্গত, ১৯৭৬ সালের ২৫ জুন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রতিষ্ঠালাভ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com