শ্রীমঙ্গল প্রেসক্লাবে লেবু বাগান নিয়ে পাল্টাপল্টি সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাগানের জমি দখল করতে না পেয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগের পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত মো: আব্দুল মালিক।
৪ মে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে আব্দুল মালিক অভিযোগ করেন বুধবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সন্ত্রাসী চাঁদাবাজ ও খুনী মামলার আসামী মো: মোশাহিদ মিয়ার বড় বোন মোছা: জ্যোৎ¯œা বেগম ভাইয়ের পক্ষ নিয়ে তথ্য গোপন করে তার বিরুদ্ধে অবাস্তব, ভিত্তিহীন কাল্পনিক বক্তব্য পেশ করেছেন। যা তাকে সামাজিত ভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্ভট তথ্য প্রদান করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি লিখিত বক্তব্য জানান, মোশাহিদ একজন খুনী মামলার আসামী, চাঁদাবাজ ও লটতরাজকারী। তার বিরুদ্ধে শ্রীীমঙ্গল ও বাহুবল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি আরো জানান, মোশাহিদরে দাবীকৃত জমিটি তিনি ক্রয়সুত্রে মালিক। ওই জমি নিয়ে হবিগঞ্জ আদালতে একটি স্বত্ত মামলা রয়েছে এবং জমিটি তার দখলে রয়েছে।
উল্লেখ্য বুধবার দুপুরে ভুনবীর ইউনিয়নের আলীমাকুলের মৃত ছাদ মিয়ার মেয়ে জ্যোৎ¯œা বেগম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে জানান, তার ছোট ভাই মো: মোশাহিদ মিয়ার হবিগঞ্জ জেরার বাহুবল উপজেলার বাদেশ্বর মৌজার ফয়েজাবাদ হিলস্ জে এল নং-৮৭ স্থিত ৩১৮ খতিয়ান ভুক্ত ১৪১৯/১৪৩০/১৪৩২ দাগের এক একর ৮৪ শতক (১.৮৪) ভুমির একটি লেবু বাগান রয়েছে। এই বাগানটি পার্শ্ববর্তী লেবু বাগানের মালিক শ্রীমঙ্গল শহরের আরাম বাগ এলাকার মৃত ইনতাজ মিয়ার পুত্র মো: মালেক মিয়া বাগানের সীমানা নিয়ে সমস্যা সৃষ্টি করেন।
এ নিয়ে শ্রীমঙ্গল উপজেলার সাবেকর চেয়ারম্যানসহ স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সীমানার সমস্যা সমাধান হলেও মালেক মিয়া তার নিকট বাগানটি বিক্রয় করার জন্য মোশাহিদ এর উপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করেন। এতেও তিনি সফল না হওয়ায় মোশাহিদ এর উপর চাঁদাবাজিসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তার ভাইকে হয়রানি করছেন। তিনি তার ভাইকে এই ভুমি খেকো মালেক মিয়ার মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে প্রশাসনসহ সরকারে প্রধানমন্ত্রী সহযোগীতা কামনা করেন।
মন্তব্য করুন