শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

October 7, 2017,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের দীর্ঘদিনের সভাপতি, শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক শ্রী গোপাল দেব চৌধুরী মৃত্যু বরণ করেছেন।
শুক্রবার ৬ অক্টোবর সকাল সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এ্যপোলো হাসপাতালে তিনি পরলোক গমন করেন।
প্রয়াত গোপাল দেব চৌধুরী শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।২০০৪ সালের ২৫ জুলাই থেকে মৃত্যুও আগ পর্যন্ত সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলে তিনি। তাঁর মত্যুতে সাংবাদিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে!


তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি,শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম,শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাঈল মাহমুদ, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জয়নাল আবেদীন টিটো, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান সিদ্দিকী, দারুল আজহার শ্রীমঙ্গল ইনস্টিটিউটের প্রিন্সিপাল সোহাইল আহমদ, ভাইস প্রিন্সিপাল সাংবাদিক-কলামিস্ট এহসান বিন মুজাহির, আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আফছার আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।
সাংবাদিক গোপাল দেব চৌধুরী দীর্ঘদিন ধরে জটিল ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সুমন দেব চৌধুরী ও সনেট দেব চৌধুরী, স্ত্রী ইলা দেব চৌধুরীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
উল্লেখ্য, প্রয়াত গোপাল দেব চৌধুরী শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, শ্রীমঙ্গলের রামকৃষ্ণ সেবাশমের কার্যকরী সভাপতি, শ্রীমঙ্গল ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং বিগত ২৭ বছর যাবত সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
শুক্রবার রাত দশটায় তাদের পারিবারিকভাবে দান করা জমি শ্রীমঙ্গল পৌর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com