শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাংবাদিকদের হাইল হাওরে “আনন্দ ভ্রমণ”
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চলছে শীতকাল। সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিলো প্রকৃতি। তীব্র শীতকে হার মানিয়ে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে পর্যটন নগরী শ্রীমঙ্গলের প্রসিদ্ধ হাইল হাওরে “আনন্দ ভ্রমণ” সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৫ জানুয়ারি দিনব্যাপী এই আয়োজনে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা, সদস্য ও শ্রীমঙ্গলের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ এ আনন্দ ভ্রমণে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল নৌকা ভ্রমণ, আড্ডা, আলোচনা সভা, লটারি প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০ টায় শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর বাসভবনের সামনে থেকে প্রেস ক্লাবের সম্পাদক এম ইদ্রিস আলীর নেতৃত্বে ৪টি টম টম (অটো রিক্সা) করে সাংবাদিকরা নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়। হাইল হাওরে নৌকা ঘাটে পৌছাঁর পর ৯টি নৌকা নিয়ে প্রতি নৌকায় ৪-৫ জন করে হাইল হাওর পর্যবেক্ষণ ও নৌকা ভ্রমণ করে হাওরের শেষ প্রান্তে বাইক্কা বিল এর কাছাকাছি এসে গন্তব্যে পৌছার পর বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবে’র ব্যবস্থাপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বিভিন্ন কার্যক্রম শুরু হয়। সকাল ১১টায় হালকা নাস্তা শেষে শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গানের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠে সবাই। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাকেঁ সবাই ফটোসেশন নিয়ে ব্যাস্ত ছিলো। কেউ সেলফি কেউ নৌকায় বসে বিভিন্ন স্টাইলে ছবি তুলল। আবার কয়েকজন হাইল হাওরের অবস্থার পরিস্থিতি নিয়ে সংবাদের জন্য নৌকা নিয়ে তথ্য সংগ্রহে যায়।
তারপর দুপুরের খাবারের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি ইসমাঈল মাহমুদ, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার প্রেস ক্লাবের প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক, আনহার আহমেদ শামসাদ, শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহকারী পরিচালক সজল দেব। আলোচনাসভা শেষে লটারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় প্রেস ক্লাবের কর্যকরী সদস্য এম এ রকিব। পরে বৃক্ষ রোপণ করা হয়। অন্যান্য উপস্থিত সকল সাংবাদিকবৃন্দরা হলেন – ১) দীপংকর ভট্রাচার্য্য লিটন (বাংলাদেশ প্রতিদিন) ২) এম এ রকিব (নয়া দিগন্ত) ৩) মো: মোমিনুল ইসলাম সোহেল (সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তা) ৪) মো: মামুন আহমেদ (বাংলাদেশ বেতার) ৫) কাওসার ইকবাল (দেশপক্ষ) ৬) সৈয়দ ছায়েদ আহমেদ (আলোকিত বাংলাদেশ) ৭) আবুজার বাবলা (প্রতিদিনের সংবাদ) ৮) মাহফুজুর রহমান সুমন (ফটো সাংবাদিক) ৯) রুবেল আহম্মদ (দিনকাল) ১০) মো: আব্দুর রব (দৈনিক সংগ্রাম) ১১) মো: আমজাদ হোসেন বাচ্চু (সন্ধ্যাবানী) ১২) মো: সাইফুল ইসলাম (দৈনিক জনতা) ১৩) আব্দুস শুকুর (দৈনক করতোয়া) ১৪) সোলেমান আহমেদ মানিক (আমার সংবাদ) ১৫) সুলতান মাহমুদ (আজকের জীবন) ১৬) অনুজ কান্তি দাশ (বাংলাদেশ সময়) ১৭) সুমন পাল (উত্তরপূর্ব) ১৮) তোফায়েল আহমেদ পাপ্পু (দৈনিক প্রথম ভোর) ১৯) শিমুল তরফদার (দৈনিক নতুন দিন) ২০) ফেরদৌস আলম (আমাদের অর্থনীতি) ২১) নাঈম সারফরাজ (খবর পত্র)। ক্যামেরায় ছিলেন সেলিম রানা, সঙ্গীত পরিবেশনায় ছিলেন প্রান্ত আচার্য্য, তবলায় ছিলো পার্থ দাশ।
সকল আনুষ্ঠানিকতা শেষে প্রবল আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে শ্রীমঙ্গল শহরে ফিরেন সবাই। তারপরও আনন্দের হিল্লোল রয়ে যায়। কবিগুরু রবী ঠাকুকেরর ছোট গল্পের মতোই ‘শেষ হইয়াও হইলোনা শেষ’ শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আয়োজনে হাইল হাওরে আনন্দ ভ্রমণ।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর পরিচালনায় ও শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব’র ব্যবস্থাপনায় প্রাণবন্ত হয় এ আনন্দ ভ্রমণ।
মন্তব্য করুন