(ভিডিওসহ) শ্রীমঙ্গল বধ্যভুমি একাত্তরে দৃষ্টি নন্দন বৃক্ষ চারা রোপন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বধ্যভূমি ৭১ পরিচালনা পরিষদের উদ্যোগে শুরু হয়ে বৃক্ষরোপন কর্মসূচী।
৯ মে বুধবার সকালে শ্রীমঙ্গলস্থ বধ্যভূমি ৭১ প্রাঙ্গনে বিভিন্ন গাছের চারা লাগিয়ে এই বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ফিনলে টি ডিজিএম গোলাম মো. শিবলী,প্রেসক্লাব সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তী, কাতার প্রবাসী স্ব্রুত চক্রবতী প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচীর প্রথম দিনে বধ্যভুমিতে আসা দর্শনার্থীদের আর্কশন করতে ফিনলে টি ডিজিএম গোলাম মো. শিবলীর সৌজন্যে কৃষ্ণচুড়া, বটলব্রাশ, দেবদারু, নাগেশ্বর, প্রান্ত পাদেও ও চেরিফুল সহ অর্ধ শতাধিক দৃষ্টি নন্দন গাছের চারা রোপন করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন, বৃক্ষ রোপনে সবাই এগিয়ে এলে পরিবেশ ঠিক থাকবে। এখনই বৃক্ষ রোপনের উপযুক্ত সময়। খুব শীঘ্রই বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগেও বৃক্ষ চারা রোপন করা হবে।
মন্তব্য করুন