শ্রীমঙ্গল বরুনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিঁখুজ মুসল্লির লাশ পাওয়া পুকুর থেকে উদ্ধার
বিকুল চক্রবর্তী॥ নিঁখুজের ৫ দিন পর মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভূনবীর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের একটি পুকুর থেকে উদ্বার করা হয়েছে ছোট্ট মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, ব্রাম্মনবাড়িয়ার নাসিননগরের আসরাইল গ্রামের মৃত আব্দু হোসেনের ছেলে ছোট্ট মিয়া শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন বরুনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসেন ১৭ ফেব্রুয়ারী। এর পর আর ফিরে যাননি।
শ্রীমঙ্গল থানা সেকেন্ড আফিসার এস আই মাহবুব নিহতের এক আত্মীয়ের বরাত দিয়ে বলেন, ছোট্ট মিয়া বরুনা পীর সাহেবের মুরিদ। তিনিসহ ১৩/১৪ জন এক সাথে মাহফিলে আসেন। মাহফিল থেকে ভোর ৪টার দিকে ছোট্ট মিয়া প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে এসে আর ফিরে যাননি। পরে তারা সবাই এলাকায় ফিরে যান।
এ ব্যাপারে নিঁখুজের ৩দিন পর ২০ ফেব্রুয়ারী সোমবার নাসিন নগর থানায় তার ভাই খালেক মিয়া একটি নিঁখোজ ডায়রী করেন।
তিনি জানান, নিহত ছোট্ট মিয়া এলাকার বিভিন্ন বিচার শালিসে নেতৃত্ব দিতেন। তার এলাকার লোকজনের কাছে তিনি সুহৃদ (ভালো মানুষ) হিসেবে খ্যাত ছিলেন।
পুলিশ জানায়, লাশের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। ঐ গ্রামে বা আশে পাশে নিহতের কোন আত্মীয়ও নেই।
ওয়াজ মাহফিল থেকে প্রায় ২৫ কিলো মিটার দূরে ঐ পুকুরে তার লাশ পাওয়ার বিষয়টি রহস্যজনক। তবে তারা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছেন।
মন্তব্য করুন