শ্রীমঙ্গল বিজিবি কর্তৃক অবৈধ কাঠ আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সিন্দুরখাঁন বিওপি হতে একটি বিশেষ টহল দল হাবিলদার আশরাফুল আলমের নেতৃত্বে ২১ আগষ্ট রোববার অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত হুগলিয়া নামক স্থান হতে ৪৬ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ২,৬২,২৬০/- (দুই লক্ষ বাষট্টি হাজার দুইশত ষাট টাকা মাত্র) যা শ্রীমঙ্গল বনবিভাগে জমা করার প্রক্রিয়ায় আছে। ২২ আগষ্ট সোমবার আগস্ট ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চাতলাপুর বিওপি হতে একটি বিশেষ টহল দল সুবেদার হযরত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার অন্তর্গত হিংগাজিয়া নামক স্থান হতে ১৯.২৮ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ১,১৫,৬৮০/- (এক লক্ষ পনের হাজার ছয়শত আশি টাকা মাত্র) যা গাজীপুর বনবিভাগে জমা করার প্রক্রিয়ায় আছে ।
মন্তব্য করুন