শ্রীমঙ্গল বিজিবি পৃথক তিনটি অভিযানে অবৈধ কাঠ ও প্রাইভেট কারসহ বিড়ি আটক

July 27, 2016,

স্টাফ রিপোর্টার॥ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হতে একটি বিশেষ টহল দল ২৩ জুলাই হাবিঃ মোঃ জামাত আলির নেতৃত্বে অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার অন্তর্গত রুপপুর নামক স্থান হতে ৮০.৫৫ ঘনফুট ইউক্যালিপটাস কাঠ আটক করতে সক্ষম হয়,আটককৃত কাঠের সিজার মূল্য ৩,২২,২০০/-যা শ্রীমঙ্গল বনবিভাগে জমা করা হয়েছে।
২৬ জুলাই মুরাইছড়া বিওপি হতে একটি বিশেষ টহল দল নাঃ সুবেঃ আব্দুল হাই আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার অন্তর্গত রাঙ্গিছড়া নামক স্থান হতে ২৫.৩৩ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ আটক করতে সক্ষম হয়, আটককৃত কাঠের সিজার মূল্য ১,৫১,৯৮০/- যা গাজীপুর বনবিভাগে জমা করা হয়েছে।
২৭ জুলাই চাতলাপুর বিওপি হতে একটি বিশেষ টহল দল হাবিঃ মোঃ ফরিদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার অন্তর্গত রাঙ্গিছড়া নামক স্থান হতে ১,৭৫,০০০ টি নাসির পাতার বিড়ি এবং ১টি প্রাইভেট কার আটক করতে সক্ষম হয়, আটককৃত বিড়ি ও কাঠের সিজার মূল্য ১৫,৫০,০০০/- যা শমসেরনগর শুল্ক অফিসে জমা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com