শ্রীমঙ্গল সরকারি কলেজে একাদশে ভর্তিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগ

June 21, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, অতিরিক্ত ফি আদায়ে করলেও কর্তৃপক্ষ নির্বিকার। ভর্তি ফি থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তারা জানায় ভর্তি ফি ২৫৮৭ টাকা আমরা টাকা জমা দেয়ার সময় ভাংতি নেই বা বিভিন্ন অযুহাতে ৫,১০ টাকা বেশী রাখছেন। যদিও কেউ মুল ভর্তি ফি দেয় তাহলে আরো ৫ টাকা বেশী দেয়ার জন্য বলেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ফি দিয়ে ভর্তি হচ্ছে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
জানা যায় এবছর শ্রীমঙ্গল সরকারি কলেজে বিঞ্জান বিভাগে ১৫০ সিট, মানবিকে ৬০০ সিট এবং ব্যবসা শাখায় ৩০০ সিট মোট ১০৫০ সিট রয়েছে। শিক্ষার্থী ও অবিভাকরা মনে করছেন এভাবে যদি প্রত্যেকটি শিক্ষার্থীদের কাছ থেকে ৫,১০ টাকা আদায় করা হয় তাহলে অনেক টাকা হবে।
ভর্তি করতে এসে এক অবিভাবক বলেন, ছোট বোনকে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি ফি জমা দেয়ার সময় ২৬০০টাকা দিলে ৫ টাকা ফিরিয়ে দিলেন সার। ভর্তি করলাম ২৫৯৫ টাকা দিয়ে যেখানে ভর্তি ফি ২৫৮৭ টাকা।
ব্যবসায় শিক্ষায় ভর্তি হতে আসা তামান্না আক্তার সোমা জানায় আমি ভর্তি ফি অনুযায়ী ২৫৮৭ টাকা দিয়েছি কিন্তু সার আমাকে বললেন আরো ৫ টাকা লাগবে পরে আমি আবার ৫ টাকা বেশি দেই।
ভর্তি সংক্রান্ত বিঞ্জপ্তিতে দেয়া আছে মানবিক ও ব্যবসা শাখায় হিন্দু ছাত্র/ছাত্রীদের জন্য ২৫৩৭ টাকা এবং মুসলিম ছাত্র ছাত্রীর জন্য ২৫৮৭ টাকায় ভর্তি করার কথা থাকলেও শ্রীমঙ্গল সরকারি  কলেজে তা মানা হচ্ছে না। ভাংতি নেই বা অন্য অযুহাতে ৫,১০ টাকা বেশি নেয়া হচ্ছে।
বুধবার সরেজমিনে শ্রীমঙ্গল সরকারি কলেজে গিয়ে এমনি এক পরিস্থিতি লক্ষ্য করা যায়।
বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কান্তি বড়ুয়া’র সাথে কথা বলতে গেলে তিনি জানান ভর্তির সকল নিয়মাবলী ভর্তি ফি সম্পর্কে কলেজে নির্দেশিকা দেয়া আছে ও ওয়েবসাইটেও দেয়া আছে। অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com