শ্রীমঙ্গল সরকারি কলেজ সংলগ্ন ময়লার ভাগাড় স্থানান্তরের নিদ্ধান্ত
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় ফেলার ডিপো শ্রীমঙ্গল সরকারী কলেজে, দি বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সামনে থেকে সরিয়ে অধিগ্রহণকৃত নতুনস্থানে স্থানান্তর করার সিদ্ধান্তের কথা
জানালেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশশেরুল ইসলাম।
২৬ জুলাই সকাল সাড়ে এগারোটায় ইউএনও এর কার্যালয়ে শ্রীমঙ্গল কলেজ রোডের বাসিন্দাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সাথে অনুষ্ঠিতর সভায় এমন সিদ্ধান্তের কথা তিনি জানান। তিনি বলেন, ইতোমধ্যে পৌরসভার জন্য সরকারীভাবে ময়লা ফেলার জমি জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছে পৌর কর্তৃপক্ষকে বলা হবে নতুন স্থানেই কাজ শুরু করতে। প্রয়োজনে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ডিপ্লয়েড করে কাজ করা হবে। কেউ বাঁধা দিতে আসলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল সরকারি কলেজের সম্মুখ হতে ময়লার ডিপো অপসারণ আন্দোলন কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তহিরুল ইসলাম মিলন, শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ মো.সামসুদ্দিন, আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষক বিজন কুমার, দি বাডস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক কুমোদ রঞ্জন দেব, সৈয়দ আমিরুজ্জামান, গোলাম কিবরিয়া মহালদার, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংবাদিক মামুন আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন