শ্রীমঙ্গল সেনাবাহিনীর হাতে অবৈধ বিদেশী ব্রান্ডের মদ উদ্ধার, আটক ১

August 15, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল ক্লাব লিমিটেড থেকে বিপুল পরিমান দেশি-বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গলস্থ দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট রাত ৯টার দিকে শ্রীমঙ্গল সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরান এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ও শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর উত্তরসুর এলাকায় অবস্থিত শ্রীমঙ্গল ক্লাব লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে অবৈধ ভাবে সংরক্ষণ করা ব্রান্ডের দেশি-বিদেশি ১০০ বোতল মদ উদ্ধার করেন। এসময় ক্লাব থেকে ৩৪৫ (ইউএস) ডলার, ৪৫ হাজার টাকা ও বিপুল পরিমাণ জন্মবিরতিকরণ বড়ি ও কনডম উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলা আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পাল এর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পালকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায় প্রশাসন ও স্থানীয়দের চোখের আড়ালে ওই ক্লাবে গত এক বছর ধরে অবৈধভাবে মাদক সেবন ও মাদকের রমরমা ব্যবসা চলে আসছিল। ক্লাবটিতে মাদকের পাশাপাশি বড়ি ও কনডম পাওয়াতে সেখানে দেহ ব্যবসার চলে আসছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানকালে এই ক্লাবের কোন বৈধ লাইসেন্স না পাওয়া গেলেও ক্লাবের সভাপতির দায়িত্বে শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবু সুলতান লেদু মিয়ার নাম জানা গেছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মেজবা জানান, আটককৃত মিঠুন পাল গত বুধবার রাতে মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে, পরে সেও এলাকাবাসীর হাতে জখমপ্রাপ্ত হয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com