শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের ভাইস প্রিন্সিপাল কলামিস্ট এহসান বিন মুজাহির বলেছেন-রমজান শুধু উপবাস পালন নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি উত্তম প্রশিক্ষণের মাস। রমজানের শিক্ষা জীবনে প্রতিফলনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের অশেষ সাফল্য ও কামিয়াবি রয়েছে। রোজার অন্তর্নিহিত শিক্ষা অনুধাবন ও অনুসরণে আখেরাতে চিরস্থায়ী মুক্তির পাশাপাশি সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব। এ মাসে ইবাদাত-বন্দেগি ও তাকওয়া অর্জনের মাধ্যমে বাকি ১১ মাস মহান আল্লাহ নির্দেশিত পথে চলার প্রস্তুতি নিতে হবে।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ১৯ জুন সোমবার (২৩ রমজান) বিকাল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগস্থ গ্লোরিয়াস কোচিং সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির সভাপতি মোঃ শামিম মিয়ার সভাপতিত্বে ও সোসাইটির সদস্য রেজওয়ান আহমদ শুভ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবাদকর্মী ফারুক আহমদ প্রমুখ।
সাংবাদিক এহসান বিন মুজাহির আরও বলেন-রোজা আমাদের সংযম, সততা, ত্যাগ ও মানবিকতা শিক্ষা দেয়। রোজার শিক্ষায় আলোকিত হয়ে আমরা সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শিখি। কিন্তু অনেকে রোজার শিক্ষা জানলেও তা বাস্তবে কাজে লাগায় না। আমাদের উচিত রোজার প্রকৃত শিক্ষা অর্জন ও তা কাজে লাগানো এবং সে মতে ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে তা অনুশীলন করা উচিত।
সভাপতির বক্তব্যে সোসাইটির সভাপতি মোঃ শামিম মিয়া শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির নানা প্রশংসনীয় কার্যক্রম তুলে ধরেন এবং ইফতার মাহফিল ও আলোচনা সভা সুন্দরভাবে সফল করায় সোসাইটির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক নাদির হোসেন, সাহিত্য সম্পাদক হেলাল আহমদ প্রমুখ। পরিশেষে পাহাড়ধসে নিহত ও লন্ডনে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন