শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির আয়োজনে নতুন ট্রি শার্টের মোড়ক উন্মোচন
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির আয়োজনে ৬০ জন শিক্ষার্থীকে টি শার্ট উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার ১৮ আগস্ট বিকাল ৫টায় শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগস্থ গ্লোরিয়াস কোচিং সেন্টারে আয়োজন করা হয় নতুন টি শার্টের মোড়ক উন্মোচনী অনুষ্ঠান।
স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামিম মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশিদ্রোন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আরজু মিয়া।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক মাসুদুল আলম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মামুন আহম্মেদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের শ্রীমঙ্গল প্রতিনিধি, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের ভাইস প্রিন্সিপাল এহসান বিন মুজাহির প্রমুখ।
সভায় বক্তারা শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির শিক্ষা ও সমাজসেবামূলক নানা কার্যক্রমের কথা উপস্থাপন করে সোসাইটির সভাপতিসহ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আগামী সকল মহতী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তৃতায় মোঃ শামিম মিয়া সোসাইটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্যসহ বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি জানান গত ২৩ জানুয়ারি ২০১৪ সালে সোসাইটির গঠনের পর থেকে এসএসি পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা, বৃক্ষরোপন অভিযান, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ, শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন জাতীয় দিবস এবং ধর্মীয় দিবস পালন করে। আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন