(ভিডিওসহ) শ্রী শ্রী দুর্গাবাড়ির উদ্যোগে পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের পরিবারকে নগদ দেড় লক্ষ টাকা প্রদান
স্টাফ রিপোর্টার॥ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নৌকাডুবির ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে মৌলভীবাজারের শ্রী শ্রী দুর্গাবাড়ি।
১ অক্টোবর শনিবার মৌলভীবাজার শ্রী শ্রী মদন মোহন জিওর আখড়া মন্দিরে শ্রী শ্রী দুর্গাবাড়ির উদ্যোগে নিহতদের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে এক মিনিট নিরবতা পালন শেষে আর্থিক সহযোগীতার নগদ দুর্গাবাড়ির লক্ষ ৫০ হাজার টাকা মৌলভীবাজারের শ্রী শ্রী দুর্গাবাড়ির পক্ষে দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা রায় ও দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দিতা দেব মহন মোহন জিওর আখড়া মন্দিরের হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল প্রান গোপাল রায় এবং সুবীর কুমার ভট্রাচার্যের হাতে নগদ অনুদান তুলে দেন।
দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদ কমিটি জানায় এই টাকা মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান বাধন এর কাছে হস্তান্তর করা হবে। তিনি পঞ্চগড়ের নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নিহতদের পরিবারের কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা পৌছে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন সুভাষ পাল কানু , ব্রবসায়ী সঞ্জিৎ রায়,সমর বাবু, পূজা কমিটির সহ সভাপতি সাবিত্রী দে, সদস্য অর্পিতা সূত্রধর, সবিতা রায়,গায়ত্রী দাস,হেপি রানী দাশ,রতি রান রায়সহপূজা উদযাপন পরিষদ কমিটির সদস্যবৃন্দরা।
মন্তব্য করুন