সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

November 13, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন, বাড়িঘর লুটপাট, ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার প্রতিবাদে ১২ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ চৌমুহনা চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, বাংলাদেশ্ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আরিফ নূর, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন, প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, ঐক্য পরিষদ নেতা নিহারেন্দু ভট্টাচার্য্য, প্রণয় দত্ত, মি. জিডিশন প্রধান সুচিয়াং, অশোক বিজয় দেব কাজল, পূজা পরিষদ নেতা কালীপদ দেব, সুব্রত দেবরায় সঞ্জয়, সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, চা শ্রমিক নেতা সীতারাম বীন । ঘন্টাব্যাপী মানববন্ধনে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ, হত্যার হুমকিসহ প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com