সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে শমশেরনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

November 13, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, নির্যাতন, লুন্ঠন আর মন্দির ও মুর্তি ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বরে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, শমশেরনগর সার্ব্বজনীন কালীবাড়ি, সানফ্লাওয়ার যুব সংঘ, শ্রীকৃষ্ণ যুব সংঘ, শমশেরনগর চা বাগান ছাত্র-যুব পরিষদ সহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এই কর্মসুচী পালিত হয়। শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহার সভাপতিত্বে ও যুবলীগ নেতা গোপাল বর্মা মণির সঞ্চালনায় মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আওয়ামী লীগ নেতা রতন বর্মা, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ, বি, এম আরিফুজ্জামান অপু, শ্রমিক নেতা ইউপি সদস্য সীতারাম বীন, যুবলীগ নেতা তরিকুজ্জামান সুমন, কালীবাড়ি কমিটির সভাপতি বিজয় দাশ গুপ্ত ও চা শ্রমিক সন্তান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মোহন রবিদাস।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ, হত্যার হুমকিসহ প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘন্টাব্যাপী মানববন্ধনে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com