‘সংঘাত নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’: এই শ্লোগান নিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস

October 2, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘সংঘাত নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস।
২ অক্টোবর রোববার সকালে শ্রীমঙ্গলে চৌমুহনা চত্তরে পীস প্রেসার গ্রুপ ও সুজন-সুশাসনের জন্য নাগরিক শ্রীমঙ্গলে উদ্যাগে ও দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় মানববন্ধন ও শান্তি পদযাত্রার মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।
সুজন সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে ও পীস প্রেসার গ্রুপ এর শ্রীমঙ্গল সমন্বয়কারী ও সুজন সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বারিকাপাল মহিলা কলেজের প্রভাষক অনিরুদ্ধ সেন গুপ্ত, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সায়েক আহমদ, পীস প্রেসার গ্রুপ সদস্য জহির আহমদ শামীম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের  ক্রীড়া ও সাংস্কতিক সম্পাদক  মামুন আহমদ, পীস প্রেসার গ্রুপ সদস্য সৈয়দ খালেদ আহমদ, ক্রীড়া সংগঠক মিলন দাস গুপ্ত, বিশিষ্ট সমাজসেবক এম এ রহিম নোমানী, পীস প্রেসার গ্রুপ সদস্য সাংবাদিক রুবেল আহমদ, দি হাঙ্গার প্রজেক্ট এর স্থানীয় প্রতিনিধি এস এ হামিদ ও মানবাধিকার কর্মী  লুৎফুর হক লোকমান প্রমুখ।
মানববন্ধন ও শান্তি পদযাত্রা অসাম্পাদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি সামাজিত সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনধি, সাংবাদিক ও স্থানীয় শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বক্ততারা সংঘাত নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com