সংবাদ প্রকাশের জের-বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনে ৩ ব্যক্তির কারাদ-, ১ জনের অর্থদন্ড

January 18, 2025,

আব্দুর রব : বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনে পরিবেশ বিপর্যয় ও রাস্তাঘাটের ক্ষতিসাধনের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ-, অর্থদ- ও ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মুচলেখায় দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

গনমাধ্যমে ‘বড়লেখায় মাটিবাহী ট্রাক্টরে বিনষ্ট গ্রামীণ সড়ক’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে ওই দিন সকালেই উপজেলার তালিমপুর ইউনিয়ন এলাকায় কৃষিজমি ও গ্রামীণ সড়কে পুলিশ নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন ইউএনও তাহমিনা আক্তার ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।

ইউএনও তাহমিনা আক্তার মুর্শিবাদকুরা গ্রামের কৃষিজমিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও পরিবহনকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাব্বির আহমদকে ৬ মাসের এবং জয়দুল ইসলামকে ৩ লাখ টাকা অর্থদ-, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদে-র আদেশ দেন। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ মাটি কর্তনের দায়ে রাজন আহমদকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও মো. মোর্শেকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও তাহমিনা আক্তার জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রাক/ট্রাক্টরে পরিবহনের কারণে পরিবেশ বিপর্যয় ও গ্রামীণ বিভিন্ন সড়কের মারাত্মক ক্ষতিসাধনের অভিযোগ পেয়ে শনিবার সকালে তিনি ও সহকারি কমিশনার (ভূমি) পৃথক অভিযানে নামেন। এসময় ৬ ব্যক্তিকে আটক করে মুচলেখায় দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ-, অর্থদ- এবং ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। পরিবেশ সুরক্ষায় এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com