(ভিডিওসহ) সংবাদ সম্মেলন মৌলভীবাজারে রোল্যান্ড প্রেন্টিসকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির দাবি

November 16, 2021,

স্টাফ রিপোর্টার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৪ নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা রোল্যান্ড প্রেন্টিস রনি। এবার তাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির দাবিতে মৌলভীবাজারে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার ১৬ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা রোল্যান্ড প্রেন্টিসের পক্ষে বক্তব্য রাখেন তাঁর ভাই আইনজীবী ডাডলী ডেরিক প্রেন্টিস। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন, সাবেক ডেপুটি জেলা কমান্ডার এস এম মুজিব, সাবেক থানা কমান্ডার মকবুল খান ও শিক্ষাবিদ মায়া ওয়াহেদ।

উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও আমরা ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনছি। অন্যদিকে প্রকৃত অনেক মুক্তিযোদ্ধাই রাষ্ট্রে স্বীকৃতি পাননি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের তথ্য উপাত্তসহ আবেদন-নিবেদন করেও তারা তালিকাভুক্ত হতে পারেননি। রনি প্রেন্টিস একজন কোম্পানি কমান্ডার ছিলেন। তাঁর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সকল চিঠির কোনো উত্তর দেননি। কেন তাঁকে তালিকাভূক্ত গেজেটভূক্ত করা হয়নি তার কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। তাই অবিলম্বে রনি প্রেন্টিসকে তালিকাভুক্ত, গেজেটভুক্ত করে প্রকৃত একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়।

২০১৯ সালের ২৫ আগস্ট মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ৭জন মুক্তিযোদ্ধার নাম “ক” তালিকায় নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রেরণ করে। এই ৭জনের মধ্যে রনি প্রেন্টিসের নাম প্রথমে ছিল। যাচাই- বাছাই কমিটিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উপস্থিত মুক্তিযোদ্ধারাও রনি প্রেন্টিসকে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা প্রমান করে স্বাক্ষী দিয়েছেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানো সেই চিঠিতে রোল্যান্ড প্রিন্টিস যে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এবং কোম্পানী কমান্ডার ছিলেন তার সপক্ষে যুক্তি প্রমাণ তুলে ধরেছেন। যুদ্ধে তার সাথী ছিলেন দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক থানা কমান্ডার মকবুল খান, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ হারুন মিয়া ও মুক্তিযোদ্ধা কুতুবুর রহমান।

জানা গেছে, রোল্যান্ড প্রেন্টিস রনি ১৯৭১ সালের ১৬ ই এপ্রিল ভারতের ত্রিপুরা রাজ্যের পেঁচারতল নামক স্থানে প্রশিক্ষণ নেন। তিনি তার কোম্পানীর কমান্ডার ছিলেন। ৪ নং সেক্টর কমান্ডার সি আর দত্তের অধীনে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা রোল্যান্ড প্রেন্টিসের ছোটভাই আইনজীবী ডাডলী ডেরিক প্রেন্টিস বলেন, আমার ভাই একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭৪ সালে কানাডায় চলে যান। সেখানে একজন প্রবাসী হয়েই জীবনযাপন করছেন। জীবন বাজি রেখে তিনিও অন্যান্য মুক্তিযোদ্ধাদের মত দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল বিভাগে যথা নিয়মে তালিকাভুক্তির আবেদন করা হলেও কি এক অজ্ঞাত কারণে তা গ্রহণ করা হয়নি। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান মর্যাদার জায়গা থেকেই এই স্বীকৃতি চেয়েছেন। এক্ষেত্রে জীবন বাজি রাখা একজন মুক্তিযোদ্বার কষ্ট লাঘবে রাষ্ট্র এগিয়ে আসবে বলে আমরা আশা করব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com