সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের শ^াশুড়ির মৃত্যুতে গভীর শোক
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের শ^াশুড়ি সৈয়দা সামসুন্নাহার খাতুন (৯৫) বছর বয়সে বার্ধক্যজনিত কারণে) বৃহস্পতিবার ১০ মার্চ সিলেট মাউন্ট এ্যাডোরা হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম উপমহাদেশের ঐতিহ্যবাহী পরিবার হাসন রাজার নাতি সুনামগঞ্জ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দেওয়ান আনোয়ার রাজা চৌধুরীর স্ত্রী। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জের সর্বস্তরের রাজনৈতিক মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার জানাজার নামাজ ১১ মার্চ শুক্রবার দুপুর ২.৩০ মিনিটের সময় পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হয়। মরহুমার জনাজায় উপস্থিত ছিলেন, তাঁর জামাতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সুনামগঞ্জ আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ইমন, জেলা চেয়াম্যান নুরুল ইসলাম মুকুটসহ সুনামগঞ্জ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় র্পাটি, জাসদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের রাজনৈতিক মহল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মরহুমা নয় ছেলে এবং পাঁচ মেয়ের জননী। তাঁর বড় ছেলে সাবেক সংসদ সদস্য দেওয়ান সামসুল আবেদিন চৌধুরী, দ্বিতীয় ছেলে দীর্ঘদিনের পেীর মেয়র ও উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, তৃতীয় সন্তান কবি সামসুর রহমানের জামাতা দেওয়ান ছদরুল সাবেরীন চৌধুরী, ছেলে প্রয়াত কবি ও রাজনৈতিক নেতা দেওয়ান মমিনুল মউজদীন ছিলেন সুনামগঞ্জের একাধিকবারের পৌর চেয়ারম্যান ছিলেন। এছাড়া দেশে-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
মন্তব্য করুন