সনাকের সাথে হাসপাতাল কর্তৃপক্ষে মতবিনিময়

December 20, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সাপ্তাহে ৮০-৮৪ ঘন্টা ডিউটি করতে হয়। এতে পারিবারিক অশান্তি এবং শারীরিক সমস্য সৃষ্টি হয়। তারপরও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এসমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় শূণ্যপদে জরুরীী ভিত্তিতে ডাক্তান নিযোগ দেওয়া। এছাড়াও ঔষুধ সংকট আছে। এটা এতো তাড়াতাড়ি সমাধান করা যাবেনা। অন্যান্য জনবল সংকট থাকলেও নার্স সংকট পুরোপুরি সমাধান হয়েছে বলে জানান।
১৯ ডিসেম্বর সোমবার দুপুরে সচেতন নাগরিক কমিটি সনাক, টিআইবি শ্রীমঙ্গল উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে মিলনায়তনে ও হাসপাতাল কর্তৃপক্ষেও সাথে এক মতবিনিময়কালে এ কথা জানান সেবাদানকারী কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জয়নাল আবেদীন টিটোর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডা: মো: আহমেদ শিবলী মুহিউদ্দিন, সনাক স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক দ্বিপেন্দ্র ভট্টাচার্য্য, সনাক সদস্য জাহান-ই=নুর নিনা, স্বজন সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, টিআইবি এরিয়া ম্যানেজান খোদেজা বেগম, ইয়েস সদস্য আশিকুর রহমান ও তামান্না আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে সনাকের পক্ষ থেকে এমআরওদের বিষয়ে সচেতনতা মুলক তথ্য বোর্ড হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তাস্থার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com