সন্ত্রাসী হামলার ভয়ে দেশে ফিরতে পারছেননা যুক্তরাজ্য প্রবাসী মাফিকুর, মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ
স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মাফিকুর রাজা তার মেয়ের বিবাহের দিন ঠিক করে নানা অজানা দুশ্চিন্তায় রয়েছেন। তার বাংলাদেশে বাড়ীর কেয়ারটেকারকে ভারাটিয়া সন্ত্রাসী দিয়ে মারপিট করে। এ বিষয়ে অভিযোগ দিলেও কোন সুফল মিলেনি। যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা মাতারকাপন এলাকায়।
২১ নভেম্বর বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে যুক্তরাজ্য থেকে মোহাম্মদ মাফিকুর রাজা তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলন করে লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, কিছু দিনের মধ্যে মেয়ের বিয়ে উপলক্ষে স্বপরিবারে নিজ জন্মভূমিতে আসতে চান। কিন্তু অপর যুক্তরাজ্য প্রবাসী শাজানুর রাজা ও তার ভায়রা ভাই ছালামিটিলার তাজুল মিয়াদের সন্ত্রাসী কার্যক্রলাপে তিনিসহ তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন। তারা যে কোনো ভাবেই তাদের চরম ক্ষতি সাধন করতে অপচেষ্ঠা চালাচ্ছে। অভিযুক্ত শাজানুর রাজা বঙ্গবন্ধু শিশু একাডেমির যুক্তরাজ্য শাখার সভাপতি। তার স্ত্রী রোকশানা রাজা যুক্তরাজ্যে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেখানে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ও সদ্য বিদায়ী হাইকমিশনারসহ হেভিওয়েট নেতাদের সাথে সম্পর্ক গড়ে তুলে।
বিগত আওয়ামীলীগ স্বৈরাচারী সরকারের আমলে শাজানুর রাজা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নানাভাবে ক্ষতি সাধন করে। সে দেশে থাকা তার ঘরবাড়ি, সীমানাপ্রাচীর ও আসবাবপত্র ভাংচুর করে। এবিষয়ে তিনি প্রশাসনসহ নানা স্থানে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাননি। কারণ সে পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, এমপি ইলিয়াছ উদ্দিন মোল্লা, মোহাম্মদ জিল্লুর রহমান, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কামাল হোসেন ও যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতাদের দাপটে সে সবকিছুই ম্যানেজ করে নেয়।
দেশ ও যুক্তরাজ্যে আওয়ামীলীগ নেতাদের প্রভাবে সে বেপরোয়া হয়ে উঠে। এখনো শাজানুর রাজা নানাভাবে তার প্রাণনাশসহ ও সহায় সম্পত্তি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত। সে কিছুদিন পূর্বেও তার বাড়ির কেয়ারটেকারকে সন্ত্রাসী দিয়ে মারধর করে ভয়ভীতি দেখায়। তার ট্রাকগাড়ি ও জমি জাল কাগজ করে নিয়ে যায়।
তিনি জানান শাজানুর রাজার সাথে তার পরিচয় যুক্তরাজ্যে। রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে তার সাথে মনমালিন্য সৃষ্টি হয়। এরপর থেকে সে দলীয় পরিচয়ে তার পরিবার ও জানমালের ক্ষতি সাধনে মরিয়া হয়ে উঠে। মাফিকুর রাজা জানান ছাত্র জীবন থেকে তিনি ছাত্রদল ও বিএনপির ঘরনার রাজনীতির সাথে তার সম্পর্ক। সে এই সুবাধে বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে তার সাথে অন্যায় ভাবে নানা প্রভাব খাটায়। এখনো সেই অপতৎপরতা চলমান রেখেছে। সংবাদ সম্মেলনে তিনি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার জানমালের নিরপত্তা চান। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদেরও নানা প্রশ্নের উত্তর দেন।
মন্তব্য করুন