সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ প্রতিরোধে কমলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একযোগে মানববন্ধন পালন

August 1, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ প্রতিরোধে সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

10 সোমবার ১ আগস্ট সকাল ১১টায় এক যোগে কমলগঞ্জ উপজেলার হাই স্কুল, মাদ্রাসা ও কলেজের সামনে শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা প্রখর রোদ উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ছাড়া ও জনপ্রতিনিধি, সূধীজনসহ নানা পেশার মানুষজন মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য প্রদান করে এসব কর্মকান্ড প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়।

12-(2)
সোমবার দুপুরে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, পৌর মেয়র জুয়েল আহমদ, কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা প্রমুখ। শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবিএম আরিফুজ্জামান অপু, প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অভিভাবক মাসুক মিয়া, বাবেল মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com