সভাপতি রুপন-সম্পাদক সজল জাসদের দ্বি’বার্ষিক সম্মেলন ও প্রবাসী সংবর্ধনা
শংকর দুলাল দেব॥ রাজনগরে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর দ্বি’বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আগামী সংসদ নির্বাচনে ১৪ দলের সম্ভাব্য প্রার্থী, জাসদ, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল মোসাব্বিরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
৫ মে শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন ও সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানাযায়, দীর্ঘ দিন রাজনগরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের সম্মেলন না করায় এবং কোন জোড়ালো সাংগঠনিক কার্যক্রম না থাকায় দলীয় নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েন। জাসদের এক সময়ের ঘাটি হিসেবে খ্যাত রাজনগরে অসংখ্য কর্মী থাকা সত্বেও সাংগঠনিক স্থবিরতার কারণে সেই অবস্থা ধরে রাখা সম্ভব হয়নি। সময়ের চাহিদা ও নেতা-কর্মীদের দাবীর প্রেক্ষিতে এবং সাংগঠনিক কার্যক্রম জোড়ালো করতেই দীর্ঘদিন পরে এ সম্মেলনের আয়োজন। এ অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে ১৪ দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মোসাব্বিরকে সংবর্ধনার মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হয়।
উপজেলা জাসদের সাধারণ সম্মাদক আব্দুল আজিজ রুপনের সভাপতিত্বে উক্ত দ্বি’বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত আব্দুল মোসাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক করিম সিকদার, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামিম, জাতীয় যুবজোট মৌলভীবাজার জেলা সভাপতি হাসান আহমেদ রাজা, কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সোহেল ভুইয়া। জেলা যুবজোট সভাপতি সোহেল সামাদ পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ রাজনগর উপজেলা শাখার সাবেক সভাপতি শফিউল আলম খান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান, বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার সরকারী কলেজ শাখার সভাপতি জাবুল আহমদ, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মামুন প্রমুখ।
বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী সংবর্ধিত বাংলাদেশ জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল মোসাব্বিরের নাম ঘোষনা করেন। এদিকে সংবর্ধণা অনুষ্টান শেষে আব্দুল আজিজ রুপনকে সভাপতি পদে ও বিপুল বৈদ্য সজলকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
মন্তব্য করুন