সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী ও গোলটেবিল বৈঠক
মোহাম্মদ আবু তাহের॥ মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারীর ১৭ তারিখ ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেইসবুক পেইজের উদ্যোগে হয়ে গেল মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এর দাবিতে এক গোলটেবিল বৈঠক। সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন দেশ-বিদেশে অবস্থানরত এ জেলার বাসিন্দারা। বেশ কিছু দিন যাবৎ জেলায় ও বাহিরে দেশ ও বিদেশে মৌলভীবাজার বাসী অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মৌলভীবাজার বাসীরা এ দাবীর প্রতি একাত্বতা ঘোষণা করেছেন। মৌলভীবাজারবাসীকে সংগঠিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। রেস্টইন হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত গোলটেবিলে বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইফ উপাধ্যক্ষ আব্দুশ শহীদ। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, সংসদ সদস্য আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মেয়র ফজলুর রহমান, সাবেক মহিলা এমপি হুছনে আরা ওয়াহিদ, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা: পার্থসারথী কানুনগো, পারভেজ আহমদ, সাবেক মেয়র লন্ডন, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, কেটারার্স এসোসিয়েশন ইউকের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আলি খান, বিশিষ্ট লেখক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, জামিল আহমদ চৌধুরী সাবেক রেজিষ্টার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, সিলেটস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি দেওয়ান তোফিক মজিদ লায়েক, ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, এছাড়াও রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, সুশীল সমাজের নের্তৃবৃন্দ, ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নের্তৃবৃন্দ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের স্বত্বাধীকারীগন, সংস্কৃতিকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে গোলটেবিল বৈঠকে অংশগ্রহন করেন। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটসঅ্যাপ গ্রুপের উপদেষ্টা ড. ওয়ালী তছর উদ্দীন। উন্নত চিকিৎসা সেবা ও উচ্চশিক্ষা সম্প্রসারনে মৌলভীবাজার মেডিকেল কলেজ এর প্রয়োজনীয়তা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন এ নিবন্ধের লেখক মোহাম্মদ আবু তাহের। সঞ্চালনা করেন এম মুহিবুর রহমান মুহিব। বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে গোলটেবিল বৈঠকটি যেন খ্যাতিমান মানুষের মিলনমেলায় পরিণত হয়। মৌলভীবাজার বাসীদের সার্বিক কল্যাণে সংসদ সদস্যগণ গোলটেবিল বৈঠকে গুরুত্বপূর্ণ মত দিয়েছেন। তারা বলেছেন জেলার চার সংসদ সদস্যের মাধ্যমে জেলাবাসীর যৌক্তিক দাবী সংসদে আলোচনার মাধ্যেমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। সংসদের বাহিরেও চার সংসদ সদস্য এবং আওয়ামীলীগের নের্তৃবৃন্দ সম্মিলিত ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ যৌক্তিক দাবী পেশ করার জন্য গোলটেবিল বৈঠক থেকে অনুরোধ জানানো হয়। প্রায় তিনশত গণ্যমান্য ব্যক্তিবর্গ গোলটেবিলে অংশ গ্রহন করেন। বক্তারা দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান। দেশে বিদেশে অবস্থানরত ওয়াটস অ্যাপ গ্রুপের সকল সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এই মৌলভীবাজার অর্থনৈতিক সমৃদ্ধ জেলা। মৌলভীবাজার জেলা অপার সম্ভবনাময় এবং প্রবাসী অধ্যুসিত এই জেলা। মৌলভীবাজার জেলায় সম্প্রতি উদ্বোধন হয়েছে বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র ও উচ্চক্ষমতা সম্পন্ন রাবার কাঠ ট্রিটমেন্ট প্রকল্প। মৌলভীবাজার এর বিশাল বনভূমি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে এক অনবদ্য অবস্থান রয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুন্ড ও বর্ষিজোড়া ইকোপার্ক, রাজকান্দি, পাথারিয়া ও ভাটেরা হিল রিজার্ভ, বিস্তীর্ণ চা বাগান, বনায়ন সবকিছু মিলিয়ে মৌলভীবাজার যেন এক সবুজের সমারোহ। এতদাঞ্চলে মানুষের রয়েছে গর্ব করার মতো বিভিন্ন গৌরবোজ্জল ইতিহাস। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর ২০১৫ সালের জরিপ অনুযায়ী মৌলভীবাজার জেলার শিক্ষার হার ৬১.০২ শতাংশ। স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। শিক্ষাও মানুষের অন্যতম মৌলিক অধিকার। আমরা বিশ্বাস করি “ঞযবৎব রং হড় ংবঢ়ধৎধঃরড়হ নবঃবিবহ বফঁপধঃরড়হ ধহফ ষরভব, সবধহরহমভঁষ বফঁপধঃরড়হ পধহ সধশব ধ ংঁপপবংংভঁষ ষরভব” সুতরাং উচ্চশিক্ষা গ্রহন করতে না পারলে মিনিংপুল শিক্ষা হয়না। সফল জীবন ও উন্নত জীবন গঠন করতে হলে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে। উচ্চ শিক্ষার সুযোগ না পেলে মেধাবী মানুষ সৃষ্টি হবেনা। ভোরের আলো যেমন অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে, তেমনি মেধাবীরাও সমাজ এবং দেশকে আলোকিত করেন। বর্তমান সরকার উচ্চ শিক্ষাকে জাতীয় অগ্রাধিকারের স্থান দিয়েছেন। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষায় বিনিয়োগ করলে কি উপকার হয় তা বুঝার জন্য শ্রীলংকা ও ইসরাইল একটি বড় উদাহরণ হতে পারে। শ্রীলংকায় বছরের পর বছর গৃহযুদ্ধ চলছে তারপরও সেদেশে শিক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার এর বিষয়। এজন্য দেশটি সবক্ষেত্রেই উন্নতি করছে। ইসরাইলের শিক্ষা ব্যবস্থাও এখন বিশ্বের জন্য উদাহরণ। একটি যুদ্ধবাজ দেশ হয়েও ১০০ ভাগ শিক্ষিত এবং উচ্চহারে উচ্চ শিক্ষত মানুষের কারণে দেশটি অনেক শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে রয়েছে। প্যালেস্টাইনের নেতৃত্বও শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে যেভাবে শিক্ষার সব পর্যায়ে উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছেন তাতে প্যালেস্টাইনের প্রতি ইসরাইলের বর্বর আচরণের জবাব ভিন্নভাবে দিতে পারবে প্যালেস্টাইনের উচ্চ শিক্ষিত প্রজন্মটি, বিশেষজ্ঞ মহল তাই মনে করেন।
আমাদের প্রাণপ্রিয় মৌলভীবাজারের বিপূল সংখ্যক শিক্ষার্থীর মেধার চুড়ান্ত বিকাশ ঘটাতে হলে এবং চিকিৎসা সেবাকে মানুষের জন্য সহজলভ্য করতে হলে মৌলভীবাজরে একটি সরকারি মেডিকেল কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। সময়ের চাহিদা বিবেচনায় রেখে সরকার দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছেন। সরকারের এ প্রশংসনীয় উদ্যোগের বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের প্রায় ২৫ লক্ষ মানুষের প্রানের দাবী মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবী জানিয়েছেন সচেতন মৌলভীবাজার বাসী, সিলেট বিভাগের হবিগঞ্জে সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে, সুনামগঞ্জেও মেডিকেল কলেজ স্থাপিত হবে। শুধুমাত্র বাকী মৌলভীবাজার জেলা। এ জেলা অর্থনৈতিক ভাবে অনেক সমৃদ্ধ। পর্যটন শিল্পেও অত্যন্ত সম্ভাবনাময় এ জেলা। ২০১১ সনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কুলাউড়া উপজেলার মোবারকপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করতে এসে এ জেলার ভূয়সী প্রশংসা করেছেন। প্রান্তিক জনগোষ্ঠির কাছে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার জন্য মৌলভীবজার জেলায় ১৭৫টি কমিউনিটি ক্লিনিক কাজ করছে, সরকারি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল আছে ২৬টি, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৫৭টি, স্কুল-কলেজ ও মাদ্রাসা রয়েছে ২৮৮টি। ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবজার সদর হাসপাতালে রয়েছে ৮ একর জায়গা। এছাড়াও মৌলভীবাজরে ১টি ডায়াবেটিক হাসপাতাল ও ১টি আধুনিক মানসম্পন্ন চক্ষু হাসপাতাল রয়েছে, আরও রয়েছে মৌরভীবাজার শহরে দুটি মাদক নিরাময় কেন্দ্র। মৌলভীবাজারে বিভিন্ন সামাজিক সংগঠন সমূহকে সমন্নয় করে আমাকে আহব্বায়ক ও এম মুহিবুর রহমান মুহিব কে সদস্য সচিব করে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছিল। ৫ আগষ্ঠ ২০১৭ তারিখ মৌলভীবাজারের সামাজিক সংগঠন সমূহের সংগঠন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের আহবানে স্মরণকালের ঐতিহাসিক মানববন্ধন করা হয়েছে। এর আগে পৃথক পৃথক আর ও দু-একটি সামাজিক সংগঠন এর উদ্যোগে এ দাবী নিয়ে মানবন্ধন হয়েছে। সম্মিলিতভাবে এবং আলাদা ভাবে যারা এই মহান দাবী নিয়ে মানবন্ধন করেছেন সকল সংগঠনের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সমস্ত সম্মানিত সাংবাদিক বন্ধু এই কার্যক্রমকে তাদের লেখনির মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা। বিন¤্র শ্রদ্ধা জানাই মাননীয় সাংসদ সৈয়দা সায়রা মহসীন ও মাননীয় সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ আঃ শহীদ এম পি কে মহান জাতীয় সংসদে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ এর দাবী উত্থাপন করার জন্য। গত ৩০ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল জনসভায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সম্মানীত সভাপতি জনাব নেছার আহমদ মৌলভীবাজারে মেডিকেল কলেজ এর দাবী নিয়ে বক্তব্য রেখেছেন। বীর মুক্তিযোদ্ধা ও মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমানও ঐদিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেডিকেল কলেজ এর দাবীটি উপস্থাপন করে এই মহতি উদ্যোগকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এজন্য মানুষ উজ্জীবিত হয়েছে। আমরা জনাব নেছার আহমদকেও ধন্যবাদ জানাই। রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ যারা এই দাবী নিয়ে সোচ্চার তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শত বাধা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বাংলাদেশকে বিশ্বের অন্যতম এগিয়ে যাওয়া দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০০৮ সাল থেকে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে কিন্তু বাংলাদেশ থামেনি। নারী শিক্ষা ও উচ্চ শিক্ষা সম্প্রসারনেও বাংলাদেশ অনেক উন্নতি করছে। অন্য অনেক দেশ না পারলেও বাংলাদেশ পেরেছে। বাংলাদেশ এখন যেন উন্নয়নের এক উর্বর ভূমি। স্বাধীনতার সময় মানুষের মাথাপিছু গড় আয় ছিল ১২৯ মার্কিন ডলার বর্তমানে তা বার গুণ বেড়ে ১৬১০ মার্কিন ডলারে দাড়িয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর। এখন গড় আয়ু ৭১ বছর ৬ মাস। বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল ৭শ ৮৬ কোটি টাকা। বর্তমানে ৪ লাখ ২৬৬ কোটি টাকা যা প্রথম বাজেটের প্রায় ৫০০ গুণ বেশী। এমন অপ্রতিরোধ্য উন্নয়নের বাংলাদেশের সম্ভাবনাময় মৌলভীবাজারের মানুষ উন্নত চিকিৎসা ও এ অঞ্চলের মেধাবীদের চিকিৎসক হওয়ার সুযোগ উন্মুত্ত থাকবে সেটিই মৌলভীবাজেরর প্রায় ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবী। তথ্য প্রযুক্তির বিষ্ময়কর উন্নয়নের কারণে গোটা বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ফেইসবুকের কল্যাণেই সিলেটে রাজন হত্যার মতো ভয়ংকর হত্যার বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হয়েছে। অনেক কিছুই ঘটে এই ফেইসবুককে কেন্দ্র করে কেউ মৃত্যুপথযাত্রী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানায়, কেউ পরিবর্তনের কথা বলে, কেউ গল্প কবিতা লেখে, আবার কেউ কপটতা করে ফায়দা লুটার ও চেষ্টা করে ফেইসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যবহার করে। ওয়ার্ল্ড ওয়াইড ক্যামপেইন ওয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে ড. ওয়ালী তছর উদ্দিন ও মকিস মনসুর বৃটেন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী মৌলভীবাজারবাসীদের সংগঠিত করেছেন। প্রায় ১ লক্ষ মানুষ বিভিন্ন ভাবে এ গ্রুপের সাথে আছেন। বেশ কিছুদিন যাবত দেশে বিদেশে অবস্থানকারী মৌলভীবাজার এর নাগরিকগণ ওয়াটসঅ্যাপ গ্রুপে এসে মেডিক্যাল কলেজ এর জন্য যেভাবে ভয়েস দিচ্ছেন তাতে মৌলভীবাজার এর মানুষের আতœার ডাক প্রতিধ্বনিত হচ্ছে বলে আমার কাছে মনে হয়। মৌলভীবাজারের সচেতন নাগরিকগন গোলটেবিল বৈঠককে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন। বিন¤্র শ্রদ্ধাসহ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত মৌলভীবাজার বাসী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার অসাধারণ পংক্তিমালার মাধ্যমে শেষ করছি-
“এ যৌবন জলতরঙ্গ রুধিবি কি দিয়া বালির বাঁধ/রুধিবি কি দিয়া সাগর জোয়ার আকাশে যখন উঠেছে চাঁদ।”
সত্যিই দেশে বিদেশে বসবাসকারী মৌলভীবাজার বাসীদের ওয়াটসঅ্যাপ গ্রুপের সম্মিলিত তরঙ্গকে কোন বাঁধই আটকাতে পারবে না। লেখক ব্যাংকার ও কলামিষ্ট এবং ক্যামপেইনার মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটসঅ্যাপ গ্রুপ।
মন্তব্য করুন