সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বসন্তবরণ ও ঘুড়ি উৎসব
স্টাফ রিপোর্টার॥ প্রথমবারের মতো মৌলভীবাজারে বসন্তবরণ ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন, বসন্তবরণ ও ঘুড়ি উৎসব এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোহিত টুটু। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উৎসবের সদস্য সচিব ও নাট্যজন আ,স,ম সাহেল সোহেল, যুগ্ম আহবায়ক অজয় সেন, হারভি হেডেন প্রেন্টিস অপু, এমদাদুল হক মিন্টু, সৈয়দ সলমান আলী, ওবায়দুর রহমান ছালিক, হাসান আহমদ রাজা, সৌদ আল সুফিয়ান সাগর প্রমুখ।
ঘুড়ি উৎসবে ২০টি ঘুড়ি অংশ নেয়। উদ্বোধনের পর লাল, নীল, সাদা, সবুজ ইত্যাদি রঙের ঘুড়ি নিয়ে ওড়ানো উৎসবে সবাই মেতে ওঠেন।আয়োজকরা জানান, প্রথমবারের মতো তাই প্রতিযোগী একটু কম। তবে আগামী বছর আরো জমজমাট করে এই উৎসবের আয়োজন করা হবে বলে তাঁরা জানান।
এদিকে উৎসবের পর শহীদ মিনার মঞ্চে আয়োজন করা হয় নৃত্য ও সঙ্গীতের। প্রদীপ নাহার পরিচালনায় অনুষ্ঠিত হয় নৃত্য এবং অরনী সাংষ্কৃতিক সংসদসহ বিভিন্ন সংগঠন সঙ্গীত পরিবেশন করে।
মন্তব্য করুন