সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় প্রতিনিধি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ চল চল ঢাকায় চল শিক্ষক হয়রানী বন্ধ কর,শ্লোগান নিয়ে বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষকদের জীবন মানোন্নয়নে শিক্ষাবান্ধব বর্তমান সরকারে প্রধানমন্ত্রী কর্তক ঘোষিত আদেশ বাস্তবায়নের দাবীতে ২৫ মে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সরকারী প্রাথমিক শিক্ষকদের মহা-সমাবেশ কেন্দ্রীয় কর্মসুচি বাস্থবায়নের লক্ষ্যে সরকারী শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সংবর্ধনা সভা ২০ মে শুক্রবার বিকেলে শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সরকারী শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মন্জু লাল দে এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুদীপ ভট্রাচার্যের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যকরি কমিটির মহা-সম্পাদক আমিনূল ইসলাম চৌধুরী,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান,হবিগঞ্জ জেলার শিক্ষক প্রতিনিধি মতিউর রহমান,ফখরুল ইসলাম। সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জুড়ি উপজেলার সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া,বড়লেখা উপজেলার কায়দে আজম,রাজনগর উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী,সদর উপজেলার সিঃ সহঃ সভাপতি খায়রুল আমীন,নজরুল ইসলাম,হাছনা খানম,জেলা কমিটি সহ-সভাপতি আফজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক কমলগঞ্জ উপজেলার অসমনঞ্জু প্রসাদ চৌধুরী প্রমুখ। পরে সরকারী শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারী প্রাথমিক সমিতি নেতৃবৃন্দ সংবর্ধনা ও সম্মনণা ক্রেষ্ট প্রদান করা হয়। সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সংবর্ধনা সভার সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জও মৌলভীবাজার জেলার সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
মন্তব্য করুন