(ভিডিও সহ) সরকারের ‘সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে মহিলা সামবেশ
স্টাফ রিপোর্টার॥ নারীদের ঘরকন্যার কাজে ব্যস্ত রেখে ভিশন-২০২১ অর্জন সম্ভব নয়। সরকারের তথ্য সচিব মরর্তুজা আহমদ শ্রীমঙ্গল উপজেলা হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্য সচিব বলেন, নারী অগ্রযাত্রা ও উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল- যা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি বলেন, সরকার ভিশন ২০২১-এ মধ্যম আয়ের দেশ, মধ্যে ভিশন-২০৩০ এবং ২০৪১ সালে উন্নত বিশ্বের লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার এ স্বপ্ন বাস্তবায়নে গণমাধ্যমকে সরকার ও জনগণের মাঝে ব্রিজ হয়ে কাজ করতে হবে।
জেলা তথ্য কর্মকতা ইমরানুল হাসানের সঞ্চালানায় ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোবাশেশরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশে অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব প্রমুখ। সমাবেশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি লক্ষ্য বাস্তবায়নে মৌলভীবাজারের অবস্থান তুলে ধরেন।
মন্তব্য করুন