সর্বস্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ঠিকানার আনন্দ সমাবেশ অনুষ্ঠিত

July 8, 2017,

নিউইয়র্ক প্রতিনিধি॥ প্রবাসের সর্বস্তরের মানুষের স্বত:স্ফূর্ত মানুষের অংশগ্রহণে ঠিকানা’র আনন্দ সমাবেশ। এই আনন্দ সমাবেশের আয়োজন করা হয় ২ জুলাই হাডসন রিভারের কোল ঘেঁষা এস্টোরিয়া পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে। সময় ছিলো সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ব্যতিক্রমী এই আনন্দ সমাবেশে প্রবীণ-নবীণ, নারী-পুরুষ, শিশু-কিশোর, ছিলেন সাংবাদিক-রাজনীতিবিদ-শিল্পী, লেখক-কবি-সাহিত্যিক, সংগঠক, খেলোয়াড়, ব্যবসায়ী এবং সোসাইটি, আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ছিলেন ঠিকানার পাঠক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীসহ আমজনতা। খেলাধুলা, গান- বাজনা, সাহিত্যের আসর, কৌতুক পরিবেশনা এবং দিনব্যাপী আপ্যায়নের বিপুল আয়োজন আনন্দ সমাবেশকে নতুনমাত্রা দান করে। ঠিকানার মিলন মেলা শেষ পর্যন্ত রূপ নেয় ছোট্ট এখন্ড বাংলাদেশের।
ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি, প্রাক্তন এমপি এমএম শাহীনের নেতৃত্বে ঠিকানা পরিবারের সব সদস্য অতিথি অভ্যর্থনায় ছিলেন তৎপর। সবাইকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ঠিকানা ও কম্যুনিটির আন্তঃসম্পর্কের গুরুত্ব তুলে ধরে এক হৃদয়কাড়া বক্তব্য রাখেন এমএম শাহীন। অতিথিরাও ভবিষ্যতে এমন মনকাড়া আরও আনন্দ-আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।  অভ্যাগত সবাই হৃদয়ে এই আনন্দ সমাবেশের রেশ নিয়েই ঘরে ফেরেন।
সঙ্গীত ও সাহিত্য আসর : ঠিকানার আনন্দ সমাবেশকে অর্থপূর্ণ করে তোলে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বপ্না কাউসারের গান। তিনি বেশ কটি জনপ্রিয় গান গেয়ে সবাইকে আনন্দ দেন। সঙ্গে কাউসার আহমেদের ভরাট কণ্ঠের গানও সবাই উপভোগ করেন।
এদিকে সাহিত্য আসরে অংশ নেন ছড়াকার মঞ্জুর কাদের, সাহিত্যিক-গীতিকার আবু রায়হান, মিলি সুলতানা, মিসেস রায়হান, হুসনে আরা, মুহম্মদ ফজলুর রহমান। সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেনের পরিচালনায় আবু রায়হানের কণ্ঠে তার নিজের লেখা গান পরিবেশনা সবাইকে নস্টালজিক করে তোলে। ভরাট কক্তে আলী ইমাম শিকদারের কবিতা আবৃত্তি সবাই উপভোগ করেন। কাউসার আহমেদ মন্টুর কৌতুক সবাইকে নির্মল আনন্দে ভাসিয়ে নেয়।  সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ আজিজ সম্মানিত অতিথি হিসেবে এই আসরে শুভেচ্ছা জানান।
যাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়
সত্তরের দশকেরও অনেক আগে যে ক’জন বাঙালি নিউইয়র্কে বসতি গড়েন তার অন্যতম ছিলেন ইব্রাহিম চৌধুরী, নূরুল হক চুবানী, হাজী মনির, শ্রীচিন্ময়, কাজী জাকারিয়া, শেখ ওয়াহিদুর রহমান, ডা. আসাদ খান, রানী কবীর, ড. আলমগীর, শ্রীচিন্ময়, এনামুল মালিক, রতন বড়ুয়া, শহীদ কাদরীর মত প্রবাসীরা বাংলাদেশী-আমেরিকানদের সংগঠিত করার মধ্য দিয়ে আমেরিকান স্বপ্ন পূরণে সচেষ্ট ছিলেন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
যারা এ আয়োজনে যারা সার্বিক সহায়তা দিয়েছেন তাদের ক’জনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে সচিত্র ব্যানার লাগানো হয় এ সমাবেশে। এরা ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী জহিরুল ইসলাম, জ্যাকসন হাইটসের প্রিমিয়ার সুইটস, এটর্নী মঈন চৌধুরী, রাজনীতিক গিয়াস আহমেদ, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, ব্যবসায়ী খলিলুর রহমান, গিয়াস আহমেদ, গিয়াস আহমেদ বেলাল, নাজিমুল হক সোহেল। আরো ছিলেন প্রবাসীদের অতিপরিচিত এটর্নী পেরী ডি সিলভার। সমাপনী বক্তব্যে এদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় ঠিকানার সকল ভালো উদ্যোগে সহযোগিতার জন্যে। বিশেষ করে মঈনুল ইসলাম, জহিরুল ইসলাম এবং প্রিমিয়ার স্যুইটসের অন্যতম সত্ত্বাধীকারি বাবু খানের অকৃপণ সহায়তা সমাবেশে অংশগ্রহণকারিদের দৃষ্টিও এড়ায়নি। প্রিমিয়ারের খাবারের প্রশংসা প্রত্যেকের কণ্ঠেই উচ্চারিত হয়। এমন কি প্রিন্টফেয়ারের দৃষ্টিকাড়া ব্যানারেরও প্রশংসায় ছিলেন সবাই পঞ্চমুখ।
আনন্দ সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শিল্পপতি ও সমাজসেবী জহিরুল ইসলাম, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সম্পাদক লাবলু আনসার, লেখক ও শ্রমিক-অধিকার শিক্ষক ড. পার্থ ব্যানার্জি, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের চেয়ারপার্সন এম এ সালাম, ফোবানার যুগ্ম মহাসচিব ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, রিয়েল এস্টেট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজকর্মী মইনুল ইসলাম, বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী ও বেদারুল ইসলাম বাবলা, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল এইচ খান, সেক্টর কমান্ডার ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ সভাপতি হাজী আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য বাকির আজাদ, আবুল কাশেম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম ডালিম, ইউএস বাংলার কর্মকর্তা প্রফেসর গোলাম মোস্তফা, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, আলী ইমাম শিকদার এবং আজিমুর রহমান বোরহান, বিয়ানিবাজার সমিতির সভাপতি মাসুদুল হক ছানু, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামসুদ্দিন, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, বিএনপি নেতা সৈয়দ জুবায়ের আলী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, পারভেজ সাজ্জাদ, জহিরুল ইসলাম মোল্লা, ডেমক্র্যাট এডভোকেট মজিবর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, কম্যুনিটি লিডার গজনফর আলী চৌধুরী, আব্দুস শহীদ, রানা ফেরদৌস, খান’স টিউটোরিয়ালের প্রেসিডেন্ট নাঈমা খান, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব নজমুল চৌধুরী, এটর্নী পেরী ডি সিলভার, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলওয়ার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুর বাসিত খান বুলবুল, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, খন্দকার ফরহাদ, হাসানুজ্জামান হাসান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা এবং সৈয়দ শওকত আলী, নাসির উদ্দীন, এম রহমান ফরিদ, হাজী তুতিউর রহমান, শাহ রকিব আলী, গিয়াস উদ্দীন আহমদ,  হাজী মদব্বীর হোসেন, মাওলানা মাসুদ ইকবাল,  জিজিটাল ট্রাভেলসের নজরুল ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন অব কানেটিকাটের সাবেক সভাপতি আশফাকুল তরফদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সোহাগ, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের সেক্রেটারী হারুন আলী, হেলাল খান, ফজল খান, গিয়াস উদ্দীন, ফয়েজ মাস্টার,  মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি মুজিব উর রহমান মুজিব, সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, সদর সমিতির আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি আজমল খান, মিনহাজ আহমদ সাম্মু, সরকার হক, রিমন ইসলাম, মাহিদুল ইসলাম, আনসার আহমদ, হারুন আহমদ, মোহন ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আনোয়ারুল হক পারেক,  শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান আসকির মিয়া, শ্রীমঙ্গলের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, সিলেট উপজেলার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবলু, সুফিয়ান আহমদ চৌধুরী, আলাউদ্দীন চৌধুরী লিটন, চমন এলাহী, সুনামগঞ্জ সমিতির সভাপতি জোশেফ চৌধুরী, সৈয়দ সদরুন্নুর, কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ, হবিগঞ্জ সমিতির শাহ ফজলু, শিমুল হাসান, শেফাজ হাসান, গোলাপগঞ্জ সমিতির সভাপতি মোহাম্মদ শেরোয়ান, শেখ আতিকুল ইসলাম, সিলেট সদরের সাবেক ছাত্রনেতা মাহমুদ আলী, মইনুজ্জামান চৌধুরী, কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমদ ইকবাল, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, যুগ্ম সম্পাদক কায়ছর রশিদ, উপদেষ্টা তানউইর শামীম লোবান, কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, বড়লেখা সমিতির আব্দুল খালিক, পংকী মিয়া, আব্দুল করিম, কমলগঞ্জের আবু সাইদ হামজা, আসাব উদ্দীন খান, চলচ্চিত্রকার ও সেক্টর কমান্ডার্স ফোরামের আবুল বাশার, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি লুৎফর রহমান লাতু, মৌলভাবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আব্দুর রহিম খান, তুতিউর রহমান, শাহ রকিব আলী, সাব রেজিষ্টার মজির উদ্দীন, মোহাম্মদ ইলিয়াস সহ সংগঠনের নেতৃবৃন্দ, প্রখ্যাত কণ্ঠশিল্পী স্বপ্না কাউসার, শাহ মাহবুব এবং মন্টু কাউসার,  আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য কানু দত্ত, সাজ্জাদ হোসাইন, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, মঞ্জুরুল হক, এ স্বপন হাই, বেলাল আহমেদ, শাহাবুদ্দিন সাগর, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সাধারণ সম্পাদক শিবলি চৌধুরী কায়েস, টাইম টিভি ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ডিরেক্টর ইলিয়াস খসরু,কম্যুনিটি এক্টিভিস্ট গোপাল স্যান্যাল, কবি ও লেখক আহমেদ মাযহার, সাংবাদিক ইমরান আনসারী, মনোয়ারুল ইসলাম, কম্যুনিটি নেতা মামুনুর রশীদ, নজরুল হক, বাংলাদেশ কার লিমিজিন এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, ওয়েল কেয়ারের সালেহ আহমেদ, আব্দুল কাদের চৌধুরী শাহীন, লেখক মাহমুদ রেজা চৌধুরী, কবি ছন্দা বিনতে সুলতান, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, প্রিমিয়াম সুইটস এন্ড রেস্টুরেন্টের মোহাম্মদ বাবু খান, প্রিন্ট ফেয়ারের জাকির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, ইমাম কাজী কায়্যুম, নিশার জামিল সুড্ডু, সাংবাদিক সুলতানা রহমান, সুনামগঞ্জ সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, আল আমিন মসজিদের সাধারণ সম্পাদক কয়েস আহমেদ, মোহাম্মদ সফায়েত খান, সিলেট সদর থানার সাবেক সভাপতি মামুন আহমেদ, শ্রী চিন্ময় সেন্টারের মহাতপা, প্রাণিকার নেতৃত্বে একটি দল, লেখক মোস্তাক আহমেদ, শাহজাহান শেখ, মোহাম্মদ বাবুল, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম রুমি, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রহিম,  আবু বকর সিদ্দিক, দলা মিয়া, মীর দুলাল, মীর সোহেল, প্রথম আলোর প্রতিনিধি আনিসুর রহমান প্রমুখ।
সকাল ১১টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হওয়া এই ‘আনন্দ-সমাবেশ’-শুরু হয় তরমুজ পরিবেশনের মধ্য দিয়ে। ভরদুপুরে পরিবেশন করা হয় ‘প্রিমিয়াম সুইটস’র সুস্বাদু খাবার। অপরাহ্নে পানি-জুইসের পর পান-সুপারিও বাদ যায়নি। সম্প্রীতির আমেজে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি মহিলারাও মেতে ছিলেন নানা আয়োজনে। বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করেন রানা ফেরদৌস চৌধুরী, নুশরাত শাহীন, মাজহারুল ইসলাম জনি, রাফিদ শাহীন। সবশেষে বিজয়ী নারী ও শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এ ছাড়া আনন্দ সমাবেশে নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট ল্যাটেশিয়া জেমসের পক্ষ থেকে ঠিকানাকে সাইটেশন প্রদান করেন তার প্রতিনিধি মিস্টার চেং। সাইটেশন গ্রহণ করেন ঠিকানার সম্পাদক মন্ডলির সভাপতি ও সাবেক এমপি এম এম শাহীন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com