সাঁতরিয়ে নদী পার হতে গিয়ে কমলগঞ্জে পানিতে নেমে পাত্রখোলা চা বাগানের এক বৃদ্ধ নিখোঁজ

June 10, 2016,

 

কমলগঞ্জ প্রতিনিধি॥ সাঁতরিয়ে নদী পার হতে গিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে খর¯্রােতা ধলাই নদীতে নেমে নিখোঁজ হয়েছেন মানিক বাউরী (৬৫) নামক পাত্রখোলা চা বাগানের এক বৃদ্ধ। নদীর ঘটনাস্থলে নেমেও খোঁজাখোঁজি করেও বৃদ্ধের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটে। পাত্রখোলা চা বাগানের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাত্রখোলা চা বাগানের নতুন লাইন শ্রমিক বস্তির শ্রমিক বসু বাউরীর বৃদ্ধ বাবা মানিক বাউরী সাঁতরিয়ে ভরা ধলাই নদী পার হতে পানিতে নেমেছিলেন। এসময় খরস্রোতা ধলাই নদী পার হতে পারবেন না বলে জানালেও বৃদ্ধ আগে অনেকবার ভরা ধলাই নদী পার হয়েছেন বলে তিনি পানিতে নেমে সাঁতার দিতে থাকেন। নদীর গভরি একটি স্থানে যাওয়ার পর থেকে বৃদ্ধ ক্রমে নিচের দিকে গিয়ে  নিখোঁজ হয়ে যান। নিখোঁজ বৃদ্ধের ছেলে বসু বাউরী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছেন তার বাবা নদীতে নেমে সাতার দেবার পর এক সময় হঠাৎ নিখোঁজ হয়েছেন।। ঘটনাস্থল ও আশপাশে নদীর পানিতে নেমে অনেক খোঁজেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com