সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল পুলিশের ইফতার মাহফিল: সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান — পুলিশ সুপার
সাইফুল ইসলাম॥ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মুলে পুলিশ প্রশাসন যেভাবে ভূমিকা রাখছে তেমনি ভুমিকা রাখছেন সাংবাদিকরাও। সাংবাদিকরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও লেখনীর মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস-নৈরাজ্য, জঙ্গিবাদ দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের আরও এগিয়ে আসতে হবে। ৫ জুলাই মঙ্গলবার শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে আয়োজনে সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল উপরোক্ত কথা গুলো বলেন।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আনোয়ারুল হক, মৌলভীবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী ।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসক্লাবে সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, দৈনিক খোলাচিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমদ ফারুক মিল্লাত, সাংবাদিক কাওছার ইকবাল, অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন ও দৈনিক জনতার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দীপংকর ভট্টাচার্য লিটন, বাংলাদেশ বেতারের মামুন আহমদ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ ছয়েদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি এম এ রাকিব, বাংলা নিউজের বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, চ্যানেল নাইন এর প্রতিনিধি ইমন দেব চৌধুরী, দৈনিক খোলা চিঠি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াসিন আরাফত রবিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম এ রব, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, এম এ মুসলিম চৌধুরী, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ, দৈনিক যুগান্তর পত্রিকার সালাউদ্দিন আহমদ,মাহফুজ সুমন, গাজী টিভির হৃদয় দেবনাথ ঠাকুর, উত্তরপূর্ব পত্রিকার সুমন পাল,দৈনিক সকালের খবর প্রতিনিধি সুমন বৈধ্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন