সাংবাদিক ইসমাইল মাহমুদকে হত্যার হুমকির প্রেক্ষিতে শ্রীমঙ্গলে মাববন্ধন

September 16, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদের উপর সন্ত্রাসী হামলা এবং তাঁকে গুলি করে হত্যার হুমকি প্রদানের প্রেক্ষিতে সন্ত্রাসী আবু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে দুই ঘন্টাব্যাপী বিশাল এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)সহ উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক এম. ইদ্রিস আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ আমীরুজ্জামান, মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য আবুজার বাবলা, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জহর তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন দেব, বাংলাদেশ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গলের সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সিনিয়র সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) মামুন আহমদ, কার্যকরী কমিটির সদস্য কাওছার ইকবাল, দৈনিক আলোকিত বাংলাদেশ’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অনুজ কান্তি দাশ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল দেববর্মা প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে সাংবাদিক ইসমাইল মাহমুদ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর রাতে শহরের কালিঘাট সড়কে চিহ্নিত সন্ত্রাসী আবু মিয়া সাংবাদিক ইসমাইল মাহমুদের উপর হামলা চালিয়ে তাঁকে আহত করে এবং গুলি করে হত্যার হুমকি প্রদর্শন করে। সন্ত্রাসী হামলায় আহত ইসমাইল মাহমুদ ১০ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার রাতেই ইসমাইল মাহমুদ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ সন্ত্রাসী আবু মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com