সাংবাদিক চয়ন জামান স্মরনে কুলাউড়ায় শোকসভা অনুষ্ঠিত
কুলাউড়া অফিস॥ সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সাহিত্য সম্পাদক ও দৈনিক যুগভেরী’র স্টাফ রিপোর্টার সদ্য প্রয়াত সাংবাদিক চয়ন জামান স্মরণে সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার আয়োজনে এক শোকসভা ও দোয়া মাহফিল ২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংলাপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংলাপ পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রয়াত চয়ন জামানের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এটিএম নাইমুজ্জামান চৌধুরী, সংলাপের উপদেষ্টা ও কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, উপদেষ্টা রাধেশ্যাম রায় চন্দন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেন গুপ্ত, মানবাধিকার কমিশন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি এনামুল ইসলাম এনাম, প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হক, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, কবি ভানু পুরকায়স্থ, হাছনা-মমতাজ ফাউন্ডেশনের সভাপতি এএফএম ফৌজি চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরে আলম লাল, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, প্রভাষক খালিক উদ্দিন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, সংলাপের সমন্বয়কারী প্রভাষক মইনুল ইসলাম সবুজ, স্পোর্টস রিপোর্টার ও এনসি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোহেল আহমদ, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজিব সারওয়ার রনি, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মুর্শেদ আলম।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল কাদির, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার তারেক হাসান, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার জেলার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, দি বাংলাদেশ টুডের প্রতিনিধি শাকির আহমদ, সংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সংলাপের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস, ৭১ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, এপেক্স ক্লাব মৌলভীবাজার এর সভাপতি ডাঃ হেমন্ত পাল, সাধারণ সম্পাদক শফিউল আলম সৌরভ, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, সোনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সাংবাদিক শরীফ আহমদ, সংলাপের সমন্বয়কারি আব্দুল মুক্তাদির, জুড়ী প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক এম রাজু আহমদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, সাংবাদিক নাজমুল বারী সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, আবু সায়হাম রুমেল, মুক্তস্কাউটের সম্পাদক সামছুউদ্দিন বাবু, যুবলীগ নেতা গোলজার হোসেন উজ্জল, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, নতুনদিন প্রতিনিধি সুমন আহমদ, সংলাপ রিপোর্টার তৌসিফ চৌধুরী, সাব্বির হোসেন চৌধুরী, পূর্বপশ্চিমের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ। সভার শুরুতে প্রয়াত চয়ন জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংলাপের কম্পিউটার বিভাগের প্রধান ও থানা মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোঃ আব্দুস ছালাম। স্মরণসভাটি পরিচালনা করেন সংলাপের স্টাফ রিপোর্টার সাইদুল হাসান সিপন।
উল্লেখ্য, কুলাউড়ার উদীয়মান সাংবাদিক অমরুজ্জামান চৌধুরী (চয়ন জামান) ২১ অক্টোবর শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। শুক্রবার বাদ আছর তাঁর নিজ গ্রাম কুলাউড়ার জয়চন্ডী ঘাগটিয়া ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
মন্তব্য করুন