(ভিডিও সহ) সাইফুর রহমান এর ৮৭জন্ম বার্ষিকতে চিত্রাঙ্কন প্রতিযোগীতা
স্টাফ রিপোর্টার॥ সাবেক অর্থ ও অর্থপরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর ৮৭তম জন্ম বাষির্কী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,বাংলাদেশের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগী ২০১৭ অনুষ্ঠিত হয়।
৬ অক্টোবর বিকেলে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় তিনটি বিভাগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড়শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে শিশু কিশোরদের নিয়ে ৮৭তম জন্মদিন স্মরনে কেক কাটা হয়। পরে জন্মদিন স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা ২০১৭ এর সদস্য সচিব ও স্মৃতি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন এর পরিচালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্মৃতি পরিষদের উপদেষ্ঠা ও জেলা আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোফাজ্জল মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মোঃ ইকবাল।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মৃতিপরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম আহবায়ক আমিন উদ্দিন বাবু, সদস্য বদরুল আলম, এডভোকেট হাফিজ আব্দুল আলীম, আতাউর রহমান চৌধুরী, দেওয়ার পারওয়াজ আহমদ, মোঃ শেকুল তালুকদার, হোসাইন আহমদ, এডভোকেট সালেহ আহমদ রিপন প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেষ্ট,নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগীতায় অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও কলম দেওয়া হয়। সকল চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, চিত্র শিল্পী শেখ নাঈমুল ইসলাম দীপু, শিল্পকলা ও মঈন উদ্দিন একাডেমীর প্রশিক্ষক ফাতেমা জুবেরী মরিয়ম প্রীয়তি, কবি আবদাল মাহবুব কোরেশী, সাংবাদিক মোজাহিদ আহমদ ও জুনেদ আহমদ ফাহিম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা
ক-বিভাগ (১ম-২য়) ১ম পুরস্কার অভ্রকান্ত সানা,২য় পুরস্কার নরুল তাহসান,৩য় পুরস্কার তানজিন আহসান ইরাম,বিশেষ পুরস্কার আফিফা আক্তার ফাহিমা ও নীলাদ্রি দাশ
খ বিভাগ(৩য়-৫ম) ১ম পুরস্কার দ্বীপস্বিতা দত্ত, ২য় রক্তিম সুত্র হ্রদ,৩য় শ্রুতি দাস মৌরী বিশেষ রুদ্র রায় ও রিফা নাজবিন দাহ
গ-বিভাগ (৬ষ্ট-১০ম) ১ম পুরস্কার তানজিলা আহসান তমা, ২য় পুরস্কার স্বর্ণ কোমল বসু সৌমেন, ৩য় পুরস্কার মো: আশরাফুল ইসলাম, বিশেষ প্রমি পাল ও আব্দুর রশিদ রাজু ।
জন্ম দিন উপলক্ষে সকালে মরহুমের কবর জিয়ারত ও বাহার মর্দনের গ্রামের বাড়িতে মিলাদ ও শিরণী বিতরণ করা হয়। এ উপলক্ষে জেলা জামে মসজিদে মিলাদ মাহফিল দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
মন্তব্য করুন