(ভিডিওসহ) সাজ্জাদুর রহমান ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর সভার সাবেক পৌর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব সাজ্জাদুর রহমান এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অতিদরিদ্র ও অসহায় মানুষের জন্য দ্বিতীয় বারের মত বিনা মূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ অক্টোবর মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় দিনব্যাপী শহরের পশ্চিম ধরকাপনস্থ নিজ বাড়িতে আলহাজ্ব সাজ্জাদুর রহমানের স্ত্রী রজবুন্নেছা বেগম ফ্রি চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সাজ্জাদুর রহমান ফাউন্ডেশনের সমন্নয়ক মনোয়ার আহমদ রহমান জানান, ফ্রি চক্ষু ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু, বয়স্ক সহ প্রায় সাড়ে ৪ হাজার মানুষ চোখের চক্ষু চিকিৎসা সেবা পায়। এর মধ্যে চোখে ছানি পড়া ২৫০ জন ও ডিসিআর অপারেশনের জন্য ৬০ জনকে বাছাই করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনা মূল্যে চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এ ছাড়া পর্যায়ক্রমে বিএনএসবি চক্ষু হাসপাতালে বাছাইকৃতদের অপারেশন কাজ চলছে।
মন্তব্য করুন