সাড়ে ১৫ বছর পর বিএনপি চাঙ্গা বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

March 1, 2025,

আব্দুর রব : বড়লেখায় সাড়ে ১৫ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি সংগঠনে চাঙ্গাভাব ফিরেছে। জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে তৃণমুল পর্যায়ে উৎসবমুখর পরিবেশে দলটির রাজনৈতিক কর্মকান্ড চলছে।

২৯ জানুয়ারি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির কর্মী সভার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান পুত্র সাবেক এমপি এম নাসের রহমানের দিক নির্দেশনায় ইউনিয়নগুলোর আহ্বায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে এক মাসেরও কম সময়ে গঠিত হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের কর্মীসভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সদস্য সচিব মোয়াচ্ছান আহমদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

 উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী ও যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির প্রতিটি ইউনিটের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ইতিমধ্যে ১০টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর উপজেলা আহ্বায়ক কমিটি প্রত্যেকটি ইউনিয়ন কমিটি ঘোষণা করেছে। আহ্বায়ক কমিটিগুলো ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলনের আয়োজন করবে। নেতাকর্মীর মতামতের ভিত্তিতে ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

বর্ণি ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের কমিটির আহ্বায়ক হলেন, রহিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবদুস সোবহান। দাসেরবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাজী বাহার উদ্দিন। নিজ বাহাদুরপুর ইউনিয়নের আহ্বায়ক মুমিন আলী, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তফজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল গনি, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, তালিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামছুদ্দিন আহমদ সমছ, যুগ্ম আহ্বায়ক রহিম উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সুজানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম শুনু মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল আছ আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুনুর রশীদ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com